গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্বাস্থ্যবিধি মেনে দেশের জিম বা শরীরচর্চা কেন্দ্রগুলো খোলা রাখার দাবীতে মানব বন্ধন করেছে বাংলাদেশ জিম মালিক সমিতি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমিতির ব্যানারে তারা সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে জিম বা শরীরচর্চা কেন্দ্রগুলো খোলা রাখার দাবী জানায়।
এ প্রসঙ্গে সমিতির আহ্বায়ক মো.ইলিয়াস মিয়া বলেন, ‘অসুস্থ ব্যক্তিরাই বেশি কাবু হচ্ছেন করোনাভাইরাসে। শরীরে ইউমিনিটি না থাকায় অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়াম করা ব্যক্তিদের সহজে কাবু করতে পারে না এই ভাইরাস। জিম করলে শরীরের ইউমিনিটি বৃদ্ধি পায়। ফলে করোনাভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজধানীসহ দেশের প্রতিটি জিমে সরকারী স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করছি। করোনার প্রাদুর্ভাবের সময়ে জিমে প্রবেশ থেকে শুরু করে ব্যায়ামের সময় পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক সরবরাহ করছি আমরা। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে শিফটিং বাড়িয়ে কম সংখ্যক বডিবিল্ডারদের ব্যায়াম করার সুযোগ দিয়ে থাকে প্রতিটি জিম। তাই হাসপাতাল ও মেডিকেল কেন্দ্রগুলোর মতো সুস্থ থাকার তাগিতে দেশের জিমগুলো খোলা রাখার দাবী জানিয়েছি আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।