Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভ্যাট দিবস কাল

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’-এ ¯েøাগানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামীকাল ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস’ ও ০৯-১৫ ডিসেম্বর-২০১৬, ‘ভ্যাট সপ্তাহ’ উদ্যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর, বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরের নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’ শীর্ষক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান; অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাট

১০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ