Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানকর্মীদের ঠিক করে অন্তর্বাস পরতে বলেছে পিআইএ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১০:০২ পিএম

কর্তৃপক্ষের আপৎকালীন নির্দেশ সংবলিত ইমেল পেয়ে চমকে গিয়েছিলেন কর্মীরা। ইমেল খুলে তারা দেখলেন, সেখানে তাদের ঠিক মতো অন্তর্বাস পরার পরামর্শ দেয়া হয়েছে! এমনই ঘটেছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-এ।

পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থার তরফে রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে বিমানের কর্মীদের জানানো হয়েছে, বিমানের ভিতর কিছু কর্মী যথার্থ পোশাক না পরায় সংস্থার প্রতি যাত্রীদের বিরূপ ধারণা তৈরি হচ্ছে। তাই, কর্মীদের ঠিকঠাক অন্তর্বাস পরার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সংস্থা কিংবা সংস্থার কর্মীদের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা না হলেও পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির তরফে এই খবরের সত্যতা স্বীকার করে নেয়া হয়েছে। ওই সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বিমান সংস্থাটির তরফে কর্মীদের জানানো হয়েছে, তাদের অনেকেই বাড়ির সাদামাটা পোশাক পরে, অন্তর্বাস না পরেই বিমানে উঠে পড়ছেন।

সংবাদ সংস্থাটির তরফে আরও দাবি করা হয়েছে, কিছু দিন আগেই পাকিস্তানের বিমান এবং রেলমন্ত্রী খাজা সাদ রফিক সরকারি ওই বিমান সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে মন্ত্রী বিমান সংস্থাটির মানোন্নয়ন করার প্রস্তাব দেন। একই সঙ্গে বিমান সংস্থার কর্মীদের পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক ব্যবহার করার অনুরোধ জানান তিনি। সূত্র: জিও টিভি।



 

Show all comments
  • Rashed ২ অক্টোবর, ২০২২, ১০:২৯ পিএম says : 0
    Valo
    Total Reply(0) Reply
  • Shahidul Alam ৩ অক্টোবর, ২০২২, ৭:৫৩ এএম says : 0
    মুসলিম মহিলারা এয়ার হোস্টেজ হতে পারবেন না এই ফতোয়া পেলেন কোথায়?
    Total Reply(0) Reply
  • কলম ২ অক্টোবর, ২০২২, ৭:৫৩ পিএম says : 0
    শাকিব যেন এ বিমানে না চড়ে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ