Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার শক্তি এক ঝাঁক অল রাউন্ডার

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী : নামের পাশে ২৪৯ টুয়েন্টি-২০ ম্যাচ, ৪৮৪৫ রানের পাশে অফ স্পিন অল রাউন্ডার রবি বোপারার উইকেট সংখ্যা ১৭০। এমন ক্যারিয়ারেও ঢাকা ডায়নামাইটসে নিয়মিত নন এই ইংল্যান্ড অল রাউন্ডার। শ্রীলংকান লেগ স্পিন অল রাউন্ডার সেকুগে প্রসন্ন (৯০ ম্যাচে ৯৪০ রান ও ৭২ উইকেট) নিজেও ডায়নামাইটের সেরা একাদশে খেলার আশা দিয়েছেন ভাগ্যের উপর ছেড়ে। ক্যারিবিয়ান পেস অল রাউন্ডার আন্দ্রে রাসেল (২২৬ ম্যাচে ৩৪৪৯ রানও ২০৫ উইকেট) এবং ডুয়াইন ব্রাভো (৩৪১ ম্যাচে ৫২১৬ রানও ৩৬৪ উইকেট) আছেন যে দলে বিদেশী কোটায়, আছেন স্থানীয়দের মধ্যে বাঁ হাতি অল রাউন্ডার সাকিব (২২২ ম্যাচে ৩৫০৭ রানও ২৫৩ উইকেট) এবং নাসিরের মতো অফ স্পিন অল রাউন্ডার (৯৪ ম্যাচে ১৪৯৩ রানও ৪৩ উইকেট)Ñএক ঝাঁক অল রাউন্ডারের সমাবেশ যে দলটিতে, তাদেরকে তো সমীহ করারই কথা সবার। রাজশাহী কিংসেও আছে অল রাউন্ডার, ড্যারেন স্যামীর মতো ক্যারিবিয়ান পেস অল রাউন্ডারের (২৩১ ম্যাচে ২৮০১ এবং ১৫১ উইকেট) পাশে কিউই বাঁ হাতি পেস অল রাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন (২০২ ম্যাচে ৩৯৬০ রানও ৯৭ উইকেট), ইংলিশ স্পিন অল রাউন্ডার সামিট প্যাটেল (১৮২ ম্যাচে ৩৪৬৭ রানও ১৪৭ উইকেট) এবং স্থানীয় অল রাউন্ডার ফরহাদ রেজা (৭৩ ম্যাচে ৫৪১ রানও ৪৯ উইকেট)। টুয়েন্টি-২০ ক্রিকেট মানেই যেখানে অল রাউন্ডারদের লড়াই, সেখানে তো ফাইনালে এগিয়ে থাকার কথা ঢাকা ডায়নামাইটসের।
এমন অল রাউন্ডার নির্ভর দলটির গায়ে তো ফেভারিট স্টিকার লেগে যাওয়ারই কথা। দলে ৯ বিদেশীর মধ্যে শ্রীলংকান লিজেন্ডারি সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে আছেন, টিমমেটদের মেন্টরের ভুমিকায় অবতীর্ণ তারা। তারপরও অল রাউন্ডারের এমন সমাবেশই ঢাকার মূলশক্তি, ফাইনালকে সামনে রেখে সে শক্তির কথাই জানিয়ে দিতে চান প্রতিপক্ষকে নাসিরÑ ‘আমাদের দলটা মূলত: অলরাউন্ডার নির্ভর। এটাই আমাদের প্লাস পয়েন্ট। যে কারণে বোলিং পরিবর্তন করার অপশনও বেশি থাকে।’
যে দলটিতে ইভিন লুইসের মতো ব্যাটসম্যানককে দলের কম্বিনেশনের কথা ভেবে জায়গা ছেড়ে দিতে হয়, সে দলটির একাদশের কেউ কারো চেয়ে কম ননÑ‘নিজ দলের শক্তির কথা বোঝাতে এটাই বলেছেন নাসিরÑআমাদের দলের ১১জনই মূল ক্রিকেটার। দলে এমন কোনো ক্রিকেটার নেই যে একা ম্যাচ জেতাবে। দল জেতাতে হলে সবারই কিছু না কিছু করতে হয়। তবে যে কেউ ম্যাচ ঘুরিয়ে দেবার ক্ষমতা রাখে।’
ঢাকার মূলশক্তি যেখানে এক ঝাঁক অল রাউন্ডার, সেখানে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামী। খুঁড়িয়ে খুঁড়িয়ে প্রথম পর্বের বাধা পেরিয়ে প্লে অফের ঠিকানা খুঁজে নেয়া দলটি এখন রাখছে চোখ ট্রফিতে ২০১২ এবং ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয়ী উইন্ডিজ অধিনায়কের নেতৃত্বে। তবে স্যামীকে নিয়ে ভাবছেন না নাসিরÑ ‘স্যামীর মত আমাদেরও অনেক খেলোয়াড় আছে ম্যাচ জেতানোর। আমরা এসব নিয়ে চিন্তা করছি না।’ রাজশাহী কিংসের সঙ্গে ২টি মুখোমুখি লড়াইয়ে ২বারই হারের তিক্ত স্বাদ আছে ঢাকা ডায়নামাইটসের। তবে ফাইনালে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ট্রফি জিতবে ঢাকা ডায়নামাইটস, এমনটাই মনে করেন নাসিরÑ ‘ফাইনালের চাপ আমাদেরও থাকবে তাদেরও থাকবে। আমার মনে হয় না এমন কোনো চাপ আছে যে আমরা ওদের কাছে ২টি মেরে হেরেছি। আমাদের কাজটা হলো মাঠে যেয়ে পারফর্ম করা। ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়া।’ রাজশাহীর কাছে ২ ম্যাচের ২টিতে হেরে যাওয়ায় ফাইনালে নিজেদের ফেভারিট না ধরেই খেলতে চান ঢাকা ডায়নামাইটস অধিনায়ক খালেদ মেহমুদ সুজনÑ ‘অবশ্যই ওরা আমাদের উপরে থেকেই খেলবে। কারণ, ওদের কাছে আমরা আগে ২ ম্যাচ হেরে গেছি। তবে আমরা যে কাগজে-কলমে সেরা, তা প্রমাণের দায়িত্বটা আমাদেরই।’ রাজধানীবাসীর সমর্থন পুরোটা থাকবে ঢাকা ডায়নামাইটসের, সেটাকেও বাড়তি চাপ মনে করছেন না ঢাকা ডায়নামাইটসের স্পিন অল রাউন্ডার নাসিরÑ ‘সমর্থন বেশি পেলে চাপও কাজ করবে। এটার ইতিবাচক দিক আছে নেতিবাচক দিকও আছে। সব যদি ঢাকার সাপোর্টার হয় তাহলে চাপও কাজ করবে।’

যেভাবে ফাইনালে
ঢাকা ডায়নামাইটস
প্রতিপক্ষ ফল
বরিশাল ৮ উইকেটে জয়
রাজশাহী ৬ উইকেটে হার
রংপুর ৭৮ রানে জয়
কুমিল্লা ৩৩ রানে জয়
চিটাগাং ১৯ রানে জয়
খুলনা ৯ রানে হার
রাজশাহী ৩ উইকেটে হার
কুমিল্লা ৩২ রানে জয়
বরিশাল ৪ উইকেটে জয়
রংপুর ৪২ রানে জয়
চিটাগাং ৬ উইকেটে জয়
খুলনা ৬ উইকেটে হার
খুলনা ৫৪ রানে জয়



 

Show all comments
  • Roman ৯ ডিসেম্বর, ২০১৬, ১:১০ এএম says : 0
    I think Dhaka is the strongest team in this BPL
    Total Reply(0) Reply
  • শাহরিয়ার ৯ ডিসেম্বর, ২০১৬, ১:২৬ পিএম says : 0
    এর পরেও টি২০ তো কিছুই আগে থেকে বলা যায় না।
    Total Reply(0) Reply
  • রিয়াজ ৯ ডিসেম্বর, ২০১৬, ২:৩৫ পিএম says : 0
    এবার ঢাকার চ্যাম্পিয়ান হওয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ