Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার সমর্থিত শিক্ষকদের জয়

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দলীয় শিক্ষক নিয়োগের কারণে পরাজয় হয়েছে- সাদা দল
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৫ পদের বিপরীতে সব গুলোতেই জয় পেয়েছে সরকার সমর্থিত নীল দলের শিক্ষকরা। এদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদল ও বাম সমর্থিত গোলাপী দলের শিক্ষকদের একটি পদেও জয়ী হতে পারিনি।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। বিকাল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের প্রফেসর তোফায়েল আহমদ চৌধুরী। নির্বাচনের ফলাফলের ব্যাপারে জানতে চাইলে সাদাদলের সভাপতি প্রার্থী প্রফেসর মো. সিরাজুল ইসলাম বলেন, শিক্ষকরা যাদের পছন্দ করেছেন তাদেরকেই জয়ী করেছেন, নির্বাচন স্বাভাবিক ভাবেই সম্পন্ন হয়েছে। তবে বিগত ছয়-সাত বছর দলীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়ার ফলে নীল দলের ভোট অন্যান্যদের থেকে বেশি পড়েছে ফলে তারা নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সরকার সমর্থিত প্যানেল থেকে প্রফেসর এ এস এম মাকসুদ কামাল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই প্যানেলভুক্ত প্রার্থী প্রফেসর রহমত উল্ল্যাহ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে প্রফেসর মো: আব্দুস ছামাদ, যুগ্ম সম্পাদক পদে প্রফেসর এ জে এম শফিউল আলম ভূঁইয়া, সদস্য পদে- প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, প্রফেসর মো. ইমদাদুল হক, প্রফেসর মাহবুবা নাসরীন, প্রফেসর মো. নিজামুল হক ভুঁইয়া, প্রফেসর মো. বায়তুল্লাহ কাদেরী, প্রফেসর এস এম আব্দুর রহমান, প্রফেসর তাজিন আজিজ চৌধুরী, প্রফেসর মো. আফতাব আলী শেখ, প্রফেসর বিমান চন্দ্র বঁড়ুয়া এবং এ্যাসোসিয়েট প্রফেসর লাফিফা জামাল।
গোলাপী দলের প্রার্থী প্রফেসর এম এম আকাশ বলেন, আমরা নির্বাচনের রায় মেনে নিয়েছি। এটি গণতান্ত্রিক ফলাফল। তবে ভবিষৎে আমাদের সংগ্রাম অব্যহত থাকবে আমাদের আদর্শের ভিত্তিতে।  নির্বাচনে ১৫ টি পদের সবগুলোতে একচ্ছত্রভাবে বিজয় লাভ করে সরকার সমর্থিত নীল দলের প্রার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ