মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রথম সোমালি-আমেরিকান বংশোদ্ভূত আইনপ্রণেতা ইহান ওমর বলেছেন, তিনি ওয়াশিংটন ডিসিতে এক ট্যাক্সি চালকের দ্বারা নাজেহাল হয়োিছলেন। মিনেসোটা থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় এই আইনপ্রণেতা বলেন, ট্যাক্সির চালক তাকে আইএস সদস্য বলে অভিহিত করেছিলো। এ ছাড়াও ওই চালক তাকে বলে, সে খুব যৌনাবেদনময়ী এবং তার হিজাব খুলে নেয়ার হুমকি দেয়। গত মঙ্গলবার হোয়াইট হাউজে ফৌজদারি বিচার সংস্কার সংক্রান্ত এক বৈঠকের পর তিনি এ কথা বলেন। বুধবার তিনি তার ফেসবুকে ওই ঘটনার বিস্তারিত উল্লেখ করেন। তবে ওই চালকের ব্যাপারে কোন তথ্য তিনি দেননি। ৩৩ বছর বয়সী ওই নারী আইনপ্রণেতা আরও বলেন, ক্রমবর্ধমান মুসলিম বিরোধী তৎপরতার কারণে তিনি নিজেকে অনিরাপদ ভাবছেন। তার প্রচার সহকর্মীরা এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি। ওমর একটি কেনীয় শরণার্থী শিবিরে তার শৈশব কাটানোর পর যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসেন। তিনি মিনেসোটায় আইনপ্রণেতা নির্বাচিত হন এবং গত ৩ জানুয়ারি শপথ নেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।