Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরব থেকে এসে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা

রাজধানীতে ফ্ল্যাটে নবদম্পতির লাশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:১১ এএম

রাজধানী মোহাম্মদপুরের বাবর রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে এক নবদম্পতি লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে ওই ভবনের তিন তলার ফ্ল্যাট থেকে নোমান (২৮) ও তার স্ত্রী শামীমার (২২) লাশ উদ্ধার করা হয়। সউদী আরব প্রবাসী নোমান ১৬ দিন আগে দেশে এসে স্ত্রী শামীমাকে নিয়ে ঢাকায় এক বন্ধুর বাসায় ওঠেন গত ১১ সেপ্টেম্বর। ভোলার লালমোহন থানার চরবুতা গ্রামে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে ঢাকা ঘুরিয়ে দেখাবেন বলে নিয়ে আসেন। কিন্তু কী এমন হয়েছিল যে দেশে এসে স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করলেন? ঘটনার কারণ খুঁজছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, স্বামীর লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত এবং স্ত্রীর লাশ ছিল মেঝেতে। এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পুরো ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের এসি মুজিব পাটোয়ারী বলেন, দিনের যেকোনো সময় প্রথমে স্ত্রীকে গলা টিপে বা বালিশ চাপা দিয়ে হত্যার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হয়েছে। রাতে আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিম গিয়েছিল। নোমান চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ও শামীমাকে ফ্লোরে তোষকের ওপর মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি দিনে যেকোনো সময় ঘটে থাকতে পারে। রুমের লাইটও বন্ধ ছিল।
নোমানের ফুফা কামাল হোসেন সাংবাদিকদের বলেন, নোমান সউদী আরব থাকত। তার বাবা অসুস্থ হলে নোমানকে দেশে এসে বিয়ে করার জন্য বলেন। পরে সে দেশে এসে পারিবারিকভাবে শামীমাকে গত বছরের নভেম্বরে বিয়ে করেন। বিয়ের পর নোমান আবার সউদী আরবে চলে যান। এর মাঝে নোমানের সঙ্গে তার বাবার কোনো যোগাযোগ ছিল না। চার মাস আগে নোমান আবার সউদী আরবে চলে যায়। গত ৯ সেপ্টেম্বর সউদী আরব থেকে দেশে আসেন। এসে সরাসরি তার শ্বশুরবাড়ি থেকে শামীমাকে ঢাকায় নিয়ে আসেন। গত রোববার রাতে খবর পেয়ে এসে দেখি নোমান ও শামীমার লাশ। পুলিশ জানায়, শামীমাকে হত্যা করার পর নোমান ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নিহত শামীমার ভাই শামীম হোসেন বলেন, আমার বোনের সঙ্গে প্রায় এক বছর আগে বিয়ে হয়। আমার বোন আগামী বছর এইচএসসি পরীক্ষা দিবে। পড়ালেখার কারণে তাকে তুলে নেয়া হয়নি। সে আমাদের বাড়িতেই থাকত। নোমান দেশে এসে আমার বোনকে ঢাকা ঘুরিয়ে দেখানোর কথা বলে হত্যা করে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নোমান বিদেশ থাকাকালীন বোনের সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য হয়নি। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছু বুঝতে পারছি না। আমাদের আত্মীয়দের মাধ্যমেই দুজনের বিয়ে হয়েছিল। কাউকে না জানিয়ে কি কারণে তিনি দেশে এসে আমার বোনকে ঢাকায় নিয়ে গেলেন বুঝতে পারলাম না। যদি জানতাম তার সঙ্গে কোনো মনোমালিন্য বা ঝগড়া হয়েছে তাহলে কিছু আঁচ করতে পারতাম।
তিনি আরও বলেন, বিদেশ থেকে এমন কোনো চিন্তা-ভাবনা করে এসেছিলেন কিনা সে বিষয়েও কিছু বুঝতে পারছি না। এইচএসসি পরীক্ষার পর তাকে তুলে নেয়ার কথা ছিল। দুজনের একজনও বেঁচে নেই। কী ঘটনা ঘটেছিল জানতে পারছি না। আমাদের কারো প্রতি কোনো অভিযোগ নেই।
নাম প্রকাশের অনিচ্ছুক একজন জানান, স্বামী বিদেশ স্ত্রী দেশে থাকলে বিভিন্ন রকমের সন্দেহের সৃষ্টি হয়। নোমান হয়তো এমন কোনো সন্দেহের বশে দেশে এসে তাকে ঢাকায় নিয়ে এসে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে।



 

Show all comments
  • মেজবাহ আহমেদ ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ এএম says : 0
    বিষটি অত্যন্ত দুঃখজনক,,,
    Total Reply(0) Reply
  • Ahmed Mahmud ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৮ এএম says : 0
    বিয়ে করার পর বিদেশ গিয়ে কামলা না খাটাই ভালো, দরকার পড়লে বিয়ে না করা আরো ভালো। বিয়ে না করলে কি হয়!!
    Total Reply(1) Reply
    • Muhammad Abu Sufiyan ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ পিএম says : 0
      জীবনের প্রয়োজনে সবকিছু করা লাগে
  • Muhammad Sojib ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৮ এএম says : 0
    অত্যন্ত দুঃখজনক।
    Total Reply(0) Reply
  • Jahid Islam ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৯ এএম says : 0
    মেয়েদের এখান থেকে শিক্ষা নেয়া উচিত।
    Total Reply(0) Reply
  • MD Alamin ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৯ এএম says : 0
    এমন হতে পারে মেয়ে ছেলের আওতার বাহিরে চলে গেছে ক্ষোভে মেরে নিজে আত্মা হত্যা করেছে, বা মেয়ের পরকিয়া জরিত থাকার কারনে বা মেয়ের কোন তৃতীয় পক্ষ হতে পারে,আল্লাহ ভালো জানে
    Total Reply(0) Reply
  • E:gr Abul Hossain ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১:১৫ এএম says : 0
    বিবাহবতা স্ত্রী কে ঘরে রেখে ৩ তিন মাসের উর্দ্ধে দূরে থাকা দাম্পত্য সম্পর্ক দুর্বল হয় যায় । পূরুষের মন অত্যন্ত সন্দেহ প্রবণ । হয় তো বোউ কে অত্যন্ত বেশি ভালবাসত । হয় তো এমন কিছু তার বোউর উপর সন্দেহ হয়ছে যা দাম্পত্য জীবনে প্রচন্ড ভূমি কম্প সৃষ্টি করেছে, যার কারণে এই মর্মান্তিক সিদ্ধান্তে উপনিত হয়ছে । হয় তো বোউ কে অতিরিক্ত ভালবাসত , বোউ ছাড়া নিজের বেচে থাকা বৃথা মনে করে এই হৃদয় বিদারক ঘটণার উৎপত্তি হয়ছে । নতুবা সন্দেহ প্রবণতার কারণে বোউ কে হত্যার পর আইনের দীর্ঘতম কঠোর বিচারের মুখমুখি হওয়ার চেয়ে আত্মহত্যা ই এক মাত্র সহজ পথ মনে করে এই সিদ্ধান্ত নিয়েছে । কারণ যাহা ই হোক , এই পূরুষের জ্ঞান বুদ্ধির যথেষ্ট অভাব ছিল ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ