Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চীনের সাথে সম্পর্ক মধুর চেয়েও মিষ্টি: পাক পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৪ পিএম | আপডেট : ৬:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২২

চীনের সাথে পাকিস্তানের বন্ধুত্ব ‘হিমালয়ের থেকে উঁচু, মধুর চেয়ে বেশি মিষ্টি’। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে এ মন্তব্য করেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাইডলাইনে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’কে বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। বলেন, লেনদেনের ওপর নির্ভরশীল নয় দু’দেশের সম্পর্ক। বরং সম্পর্ক বেশ মজবুত। তার দেশ এক চীন নীতিমালায় বিশ্বাসী এমনটাও জানান বিলাওয়াল।

এ সময় অভিযোগ তুলে বলেন, অনেক দেশ মুখে এমনটা বললেও তাদের কার্যক্রম ঠিক উল্টো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীনের প্রস্তাবিত ‘বেল্ট এন্ড রোড প্রকল্পের’ সাফল্য সবার হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরই পাকিস্তানকে কমপক্ষে ৪০০ মিলিয়ন ইয়েন সহযোগিতা দিয়েছে চীন। দেশটির অবকাঠামোগত সংস্কার এবং উন্নয়নেও রয়েছে শি জিনপিং সরকারের অবদান।

 



 

Show all comments
  • M.M.Zaman ২৬ সেপ্টেম্বর, ২০২২, ২:৫০ পিএম says : 0
    মধু পান করতে থাকো, হজম করার বদলে বদহজম হয়ে যেতে পারে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাক পররাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ