Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণের বার উদ্ধার মামলায় চীনা নাগরিকের কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

স্বর্ণের বার উদ্ধারের মামলায় এক চীনা নাগরিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এই রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম প্যান রংগুই। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৮মে দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটের যাত্রী ছিলেন চীনা নাগরিক প্যান রংগুই। তার ব্যাগ থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারের ঘটনায় বিমানবন্দর কাস্টম হাউসের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা শাহারিয়ার হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। একই বছরের সেপ্টেম্বরে প্যান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি প্যান রংগুইয়ের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রায় দিলেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বর্ণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ