Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর কোরিয়াকে সতর্কবার্তা পাঠাতে শক্তি প্রদর্শনের লক্ষ্যে প্রায় ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় উপস্থিত হয়েছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুসানের একটি নৌ ঘাঁটিতে ইউএসএস রোনাল্ড রিগান ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপের জাহাজগুলো নোঙর করেছে। এক প্রতিবেদনে এতথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়াকে চাপে রাখতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও বেশি সামরিক উপস্থিতির নতুন উদ্যোগে দক্ষিণ কোরিয়ায় বিমানবাহী রণতরী পাঠানোকেই এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্ট্রাইক গ্রুপের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাইকেল ডনেলি সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিত্রদের সম্পর্ক জোরদার এবং দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক কার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দীর্ঘদিন ধরেই এই সফরের পরিকল্পনা করা হচ্ছিল। উত্তর কোরিয়ার জন্য বিমানবাহী এই রণতরীর উপস্থিতি কোনো বার্তা দিচ্ছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‹কী বার্তা সেটা কূটনীতিকদের ওপর ছেড়ে দিচ্ছি। এটা আমাদের জন্য কৌশল ও বিভিন্ন কর্মকাণ্ড চর্চার সুযোগ।› তিনি আরও বলেন, তবে যে কোনো সময় যে কোনো জায়গার হুমকি মোকাবেলায় মিত্ররা যেন এগিয়ে আসতে পারে তা নিশ্চিতেই যৌথ মহড়ার নকশা করা হয়। উত্তর কোরিয়াকে সতর্ক করতে আরও বেশি যৌথ মহড়া ও নানান সামরিক শক্তির প্রদর্শনীর ওপর জোর দিচ্ছেন দক্ষিণের বর্তমান প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়ল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ