Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১টি কাঠের নৌকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫:২২ পিএম

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা এক অভিযানে ১টি কাঠের নৌকাসহ ৯০ হাজার ইয়াবা ও অন্যান্য চোরাচালানী মালামাল উদ্ধার করে।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার গভীর রাতে হৃীলা বিওপির
বিজিবি একটি টহলদল একটি নৌকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ ও ধাওয়া করলে ওরা নৌকা হতে লাফিয়ে নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের দিকে চলে যায়।

পরবর্তীতে টহলদল নৌকাটি উদ্ধার করে এবং নৌকার পাটাতনের নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভিতর হতে ৯০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ প্যাকেট রীচ কফি, ০৩ কেজি শুটকি, ১০ প্যাকেট বার্মিজ সিগারেট, ৫ প্যাকেট বিস্কুট ও ২ বোতল কোমল পানীয় উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এগুলোর সিজার মূল্য দুই কোটি সত্তর লক্ষ আটাশ হাজার দুইশত বিশ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ