Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর বাড়ী পাচ্ছেন রুপনা চাকমা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমাকে সরকারের পক্ষ থেকে বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে বলেন, ‘নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি।’ এছাড়া ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমার মায়ের হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর। তিনি রুপনার বাড়ি নির্মাণ ও এলাকাবাসীর যাতায়াতের সুযোগ-সুবিধার জন্য ব্রিজ নির্মাণের ঘোষণা দেন। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি লাইভ ভিডিও ভাইরাল হয়। সেখানে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রুপনার বাড়ির করুণ চিত্র তুলে ধরা হয়। তাতেই নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলুর রহমান বলেন, ‘আজ (গতকাল) দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে আমাকে জানান। নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে আমরা রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো। আশা করি, এক মাসের মধ্যেই কাজ শেষ করা যাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর বাড়ী পাচ্ছেন রুপনা চাকমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ