মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের সঙ্গে পাকিস্তান তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এছাড়া ইসলামাবাদ আঙ্কারার মূল ইস্যুগুলোকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এসব কথা বলেছেন।
রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তুরস্কে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইউসুফ জুনাইদের সঙ্গে আলাপকালে আলভি দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানান।
পাকিস্তানি প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে অনুসারে, ‘আরিফ আলভি বলেছেন যে তুরস্কের সঙ্গে পাকিস্তান তার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন পণ্য বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলে মধ্যমেয়াদে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।
বিশ্বে ইসলামভীতি মোকাবিলায় পাকিস্তানের প্রচেষ্টায় তুরস্কের সমর্থনের কথা স্বীকার করেছেন তিনি। বিশেষ করে ভারতে, যেখানে মুসলমানদেরকে প্রতিদিন ভয়-ভীতি প্রদর্শন এবং হয়রানির শিকার করা হচ্ছে সেখানে পাকিস্তান এ সংকট নিরসনে কাজ করছে। পাকিস্তানের এমন প্রচেষ্টায় সমর্থন করছে তুরস্ক।
বিশেষ করে জম্মু ও কাশ্মির বিরোধে পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরিফ আলভি। এ সময় তিনি পাকিস্তানি রাষ্ট্রদূতকে বলেন, তিনি যেন তার দেশের এমন মনোভাবের কথা তুর্কি পক্ষকে জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, ‘তুরস্কের সঙ্গে পাকিস্তান তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে উপভোগ করে। এ সম্পর্কটি অত্যন্ত আন্তরিক সম্পর্ক। আমরা দু’দেশ হলেও এক জাতির অন্তর্ভুক্ত।’ সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।