Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-টেন লিগ সাকিব-তামিমের পর মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

সাকিব আল হাসান, তামিম ইকবালের পর টি-টেন লিগের ড্রাফটে এবার নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার সহ বেশ কয়েকজন ক্রিকেটারের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেনের অফিশিয়াল ফেসবুক পেইজ। ড্রাফটে ফিজের পূর্বেই নাম উঠেছে দেশ সেরা ওপেনার তামিমের। দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই লিগের ফ্রাঞ্চাইজি বাংলা টাইগার্স আইকন প্লেয়ার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে টেনেছে তারও আগে। আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের প্লেয়ার ড্রাফট। আর টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২৩ নভেম্বর থেকে, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এদিকে গতকাল ফেসবুক পোস্টে টি-টেন কর্তৃপক্ষ মুস্তাফিজ, টাইমাল মিলস, ডেভিড উইলি, দুস্মন্ত চামিরা, তাবরাইজ শামসির ছবি শেয়ার করে লিখেন, ‘ব্যাটসম্যানরা সাবধান হও! এরা থাকছে টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে।’ দশ ওভারের সংস্করণের এই লিগে পূর্বে খেলার অভিজ্ঞতা নেই মুস্তাফিজের। তবে ফর্মের তুঙ্গে থাকাকালীন ২০১৭ সালে দল পেয়েছিল এই বাঁহাতি পেসার। কিন্তু বিসিবি ছাড়পত্র না দেওয়ায় খেলতে পারেননি সেবার। মুস্তাফিজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন। নভেম্বরের ২৩ তারিখে শেষ হবে কুড়ি ওভারের বিশ্ব আসর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-টেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ