মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জার্মানির ডয়েচে বুন্দেসব্যাংক (কেন্দ্রীয় ব্যাংক) গতকাল (সোমবার) এক মাসিক রিপোর্টে পূর্বাভাস দিয়েছে যে, জার্মান অর্থনীতি চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ও আগামী বছরের প্রথম প্রান্তিকে, মূলত জ্বালানি-শক্তি সংকটের কারণে, সঙ্কুচিত হতে পারে।
বুন্দেসব্যাংক-এর বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানিশক্তি সরবরাহের অনিশ্চয়তা, এবং জ্বালানির উচ্চমূল্য শুধু শক্তি-নিবিড় শিল্পকেই প্রভাবিত করবে না, পরিষেবা শিল্প ও দৈনন্দিন গৃহস্থালিকেও প্রভাবিত করবে।
প্রতিবেদন অনুসারে, আগস্টে জার্মানির মুদ্রাস্ফীতির হার বেড়ে ৭.৯ শতাংশ হয়েছে। এ হার পরের কয়েক মাসে ১০ শতাংশেরও উপরে হতে পারে।
এর আগে মিউনিখভিত্তিক প্রতিষ্ঠান ইফো ইন্সটিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানিতে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য এমন বেশি হারে বেড়েছে যে পণ্য ক্রয় করতে গিয়ে সবাই খুব বিপদে পড়ছেন৷ নিয়মিত আয়ে চলছে না৷ তাই জমানো টাকায় হাত দিতে হচ্ছে প্রায় সবাইকে৷ সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।