Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা নিন্দনীয়: ন্যাপ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৪ পিএম

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও হামলায় নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সরকার বিরোধীদলের সভা সমাবেশ, মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলনের মতো দুর্বল কর্মসূচিতেও বাধা দিচ্ছে। এর মাধ্যমে প্রমাণ করছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছুই অবশিষ্ট নাই।

তারা আরও বলেন, আওয়ামী লীগ এবং সরকারের নীতি নির্ধারকদের তাদের নিজেদের দলীয় কর্মীদের প্রতি কোনো দায়-দায়িত্ব বা মায়া আছে বলে মনে হচ্ছে না।

তারা দলীয় কর্মীদের বিরোধীদলের কর্মীদের সঙ্গে যে রকম নৃশংস আচরণ করতে উৎসাহিত করছে, তাতে অচিরেই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ