মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল বলেছেন, বিপর্যয়কর বন্যার পরিপ্রেক্ষিতে এবং বন্যার পরে খাদ্য ঘাটতির আশঙ্কাাকে সামনে রেখে রাশিয়া পাকিস্তানকে গ্যাসের পাশাপাশি গমও সরবরাহ করার প্রস্তাব দিয়েছে।
ডন জানিয়েছে, খাজা আসিফ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘রাশিয়া বলেছে যে, তারা আমাদের গম সরবরাহ করতে পারে, কারণ আগামী দিনে আমাদের ঘাটতি হতে পারে’।
উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার প্রতিনিধিদল ফিরে আসার একদিন পর মন্ত্রীর বিবৃতি এসেছে।
দুদিনের সফরে শরীফ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার এমনই একটি বৈঠকে প্রয়োজনীয় অবকাঠামো ইতোমধ্যেই রয়েছে উল্লেখ করে পুতিন বলেন, পাকিস্তানে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব। গতকাল এক সংবাদ সম্মেলনে আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
‘তারা বলেছে আমাদের গ্যাস দিতে পারে। রাশিয়া বলেছে যে, মধ্য এশিয়ার দেশগুলোতে তার গ্যাস পাইপলাইন রয়েছে এবং পাইপলাইনগুলো আফগানিস্তান হয়ে পাকিস্তানে বাড়ানো যেতে পারে’।
চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, শি ‘একই দক্ষতা এবং আবেগ’ নিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্প পুনরায় শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্র : ডন, সিয়াসাত ডেইলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।