Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত মহাসাগরে কোনো সঙ্ঘাত চায় না শ্রীলঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারত মহাসাগরে কোনো সংঘাত চায় না শ্রীলঙ্কা । তাই কোনো বড় শক্তির সঙ্গে যোগ দেবে না তারা। এ ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। তিনি বলেছেন, বাণিজ্যিক কার্যকারিতার জন্য ভারত মহাসাগর অঞ্চল সবার জন্য উন্মুক্ত রাখা উচিত। প্রেসিডেন্ট মিডিয়া ডিভিশন থেকে এ কথা জানানো হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। এতে বলা হয়, প্রেসিডেন্ট রণিল বলেছেন, কোনো সামরিক জোটে অংশগ্রহণ করবে না শ্রীলঙ্কা । প্যাসিফিকে যে সমস্যা দেখা দিয়েছে, তেমন সমস্যা ভারত মহাসাগরে ডেকে নিতে চান না। এমন অবস্থায় তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের সব দেশের প্রতি আহ্বান জানান একত্রিত হতে। এ অঞ্চলের স্থিতিশীলতা সর্বোচ্চ পর্যায়ে রাখার উপায় খোঁজার আহ্বান জানান। প্রেসিডেন্ট রণিল বুধবার কলম্বোতে ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রথমবার গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, বাণিজ্যকে অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমরা জানি পেট্রোলিয়াম ও জ্বালানিবাহী বাল্ক-এর বেশির ভাগই ভারত মহাসাগরের মধ্য দিয়ে বিশ্বের কাছে যায়। ভারত মহাসাগরের মধ্য দিয়ে বিপুল পরিমাণ শিপিং কার্যক্রম চলে। আমরা এটাকে সংঘাতের এবং যুদ্ধের মতো এলাকা হতে দিতে চাই না। আমরা ভারত মহাসাগরে বড় বিরোধী শক্তিগুলোর মধ্যে বিরোধ দেখতে চাই না। কারণ, এই বিরোধিতা সবার ওপর প্রতিফলিত হতে পারে। সব দেশের নৌবাহিনীর জন্য উন্মুক্ত শ্রীলংকা। এক্ষেত্রে কোন বৈষম্য নেই। যদি কোনো নৌবাহিনী কাছে আসতে চায়, আমাদের তো সমস্যা নেই। তারা দস্যুতাবিরোধী অপারেশনে সাহায্য করে। রণিল বিক্রমাসিংহে আরও বলেন, ভারত মহাসাগরের ভূরাজনীতি শ্রীলংকাকে হাম্বানতোতা বন্দরের জন্য একটি ‘পাঞ্চিং ব্যাগ’ বানিয়েছে। তিনি আরও বলেন, শ্রীলংকায় ১৭টি বন্দর আছে। ভারত মহাসাগরে এসব বন্দর পরিচালনা করছে চীন। সব বন্দরই বাণিজ্যিক। হাম্বানতোতাও একটি বাণিজ্যিক বন্দর। এটা কোনো সামরিক বন্দর নয়। তিনি বলেন, যদি নিরাপত্তা নিয়ে কোনো বিষয় থাকে তাহলে তা হতে পারে অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর। সেখানে চীনা বন্দরগুলি কার্যক্রম চালাচ্ছে, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের বাহিনীকে প্রশিক্ষণ এলাকার পাশাপাশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত মহাসাগরে কোনো সঙ্ঘাত চায় না শ্রীলঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ