Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান আন্তর্জাতিক ন্যানো প্রদর্শনীতে ১০ দেশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৯ পিএম

ইরানে ন্যানো পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেবে বিশ্বের ১০টি দেশের ব্যবসায়ীরা। প্রদর্শনীর এবারের ১৩তম আসর তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলার মাঠে ১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৪ অক্টোবর।

ইরানের ন্যানো ২০২২ প্রদর্শনীর সেক্রেটারি ডঃ এমাদ আহমাদভান্দ রোববার মেহর বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, দেশে করোনভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার কারণে প্রদর্শনীটি আড়াই বছর পর অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ২০০টি প্রতিষ্ঠান এবং জ্ঞানভিত্তিক কোম্পানি প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে, যার মধ্যে ১৮০টি কোম্পানি অনুমোদন পেয়েছে।

বিগত বছরের মতো এবারও প্রদর্শনীর এই রাউন্ডে ব্যবসায়িক সভা, বিদেশী প্রতিনিধিদের পরিদর্শন, নতুন ন্যানো পণ্যের পরিচিতি এবং জ্ঞানভিত্তিক কোম্পানি ইত্যাদি সহ বিভিন্ন বিভাগ থাকবে।

সূত্র: মেহর নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যানো প্রদর্শনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ