মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল (মঙ্গলবার) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ মহামারী প্রাদুর্ভাবের পর জাতিসংঘ সাধারণ পরিষদ প্রথমবার সরাসরি সম্মেলন আয়োজন করলো।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে বলেছেন, বিশ্ব এখন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সংঘর্ষ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্যসহ বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য আমাদের উচিত আরও একতাবদ্ধ হওয়া।
‘সাধারণ পরিষদের কাজ পরিচালনার জন্য সংহতি, টেকসই এবং বৈজ্ঞানিক দর্শনের মাধ্যমে সমাধান করার’ চেতনার জন্য ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান করোসি কাসাবার প্রশংসা করেছেন জনাব মহাসচিব আন্তোনিও গুতেরেস।
করোসি বলেছেন, আমাদের উচিত যখন গুরুতর মতভেদ থাকা অবস্থায় একটি সেতু তৈরি করা। ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের মেয়াদ গত সোমবার শেষ হয়। এরপর জনাব করোসি ৭৭তম জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যানের শপথ নিয়েছেন। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।