Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসা-ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট মার্কিনিরা, গণ-জরিপে প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৫ পিএম

সংশ্লিষ্ট নতুন গণ-জরিপের মতানুসারে, মার্কিন জনগণ দেশটির চিকিৎসা-ব্যবস্থার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মার্কিনী মনে করেন, মার্কিন চিকিৎসা-ব্যবস্থা সুষ্ঠুভাবে চলছে না।

প্রায় ৮০ শতাংশ মার্কিনীর দুশ্চিন্তা করেন যে, যখন প্রয়োজন হবে, তখন তারা উচ্চ গুনগতমানের চিকিৎসা সেবা পাবেন না। মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ জানান, “মার্কিন চিকিৎসা-ব্যবস্থা অনেক হতাশাজনক। কোভিড-১৯ মহামারী এ পরিস্থিতি আরো খারাপ করেছে।”

গণ-জরিপে আরো দেখা যায়, দীর্ঘদিন ধরে মার্কিন চিকিৎসা-ব্যবস্থায় বৈষম্য চলছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারীর সময়ে। করোনায় মৃত্যুর হার, আফ্রিকান ও স্প্যানিশ মার্কিনীদের পরিমাণ অনেক বেশি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাংকিপক্সে আক্রান্তের মধ্যে, আফ্রিকান ও স্প্যানিশ মার্কিনীর পরিমাণ অন্যান্য জাতিগোষ্ঠীর চেয়ে বেশি দেখা গেছে। সূত্র: গ্লোবাল টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণ-জরিপে প্রকাশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ