Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

৯/১১-এর পর ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন মুসলিমরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে ইসলামভীতি। দুই যুগেরও বেশি সময় ধরে মুসলিমরা পশ্চিমাদের এই ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন। খবর ডেইলি সাবাহর। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্সের লসঅ্যাঞ্জেলেসের নির্বাহী পরিচালক হুসাম আয়লউশ বলেন, ৯/১১-এর পর থেকে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় সংস্থা থেকে শুরু করে জাতি ও ধর্মবিদ্বেষী একশ্রেণির মানুষ অহেতুক মুসলিমদের দোষারোপ করে তাদের হেয়প্রতিপন্ন করে আসছেন। আর এই শ্রেণির বর্ণবাদী মানুষকে উসকে দিচ্ছেন একশ্রেণির পশ্চিমা গণমাধ্যম। এসব গণমাধ্যম বরাবরই ৯/১১ হামলার জন্য মুসলিমদের দায়ী করে সংবাদ প্রকাশ করে আসছে। এর ফলে সমাজে ঘৃণা-বিদ্বেষের শিকার হচ্ছেন নিরপরাধ মুসলিমরা। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে লড়াই করছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স। গত ২১ বছর ধরে এ ধরনের ঘৃণা-বিদ্বেষ দূর করতে যাচ্ছে এ মুসলিম সংস্থা। এফবিআইয়ের তথ্যমতে, ২০০০ সালের তুলনায় ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ইমলামোফোবিয়া বৃদ্ধি পায় ১ হাজার ৬১৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুসলিমরা সবচেয়ে বেশি ঘৃণা-বিদ্বেষের শিকার হন ২০০১ সালে; অর্থাৎ ৯/১১-এর বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৯/১১-এর পর ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন মুসলিমরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ