গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের চার বছর উদযাপন উপলক্ষে নিজেদের রিটেইল পরিসর বিস্তৃত করেছে যুক্তরাজ্য-ভিত্তিক সাসটেইনেবল বিউটি ব্র্যান্ড দ্য বডি শপ। সম্প্রতি ব্র্যান্ডটি রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত ইউনিমার্টে নিজেদের তৃতীয় আউটলেট চালু করেছে।
স্বল্প সময়ের মধ্যে স্কিনকেয়ার ও বিউটি পণ্যে বাংলাদেশের ক্রেতাদের বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে দ্য বডি শপ। রাজধানীর প্রাণকেন্দ্রে চালু হওয়া ব্র্যান্ডটির নতুন এ আউটলেটটি এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। এ নিয়ে বাংলাদেশে দ্য বডি শপের অফিশিয়াল রিটেইল পয়েন্টের সংখ্যা দাঁড়ালো তিনে।
প্রতি মৌসুমে নতুন পণ্য ও ক্যাম্পেইন চালুর মাধ্যমে ব্র্যান্ডটি ক্রেতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। দ্য বডি শপের বাংলাদেশে স্টোরগুলোতে স্কিনকেয়ার, বাথ অ্যান্ড বডি, কসমেটিকস, হেয়ার, ফ্রেগ্রেন্স, গিফট ও অ্যাকসেসরিজ সহ বিস্তৃত পরিসীমার পণ্য রয়েছে। এছাড়াও, ক্রেতারা দ্য বডি শপে’র প্রশিক্ষিত সেলস রিপ্রেজেন্টেটিভদের কাছ থেকে স্কিন কেয়ার ও কসমেটিকস সংক্রান্ত বিষয়ে পরামার্শ নিতে পারবেন। পাশাপাশি, আউটলেটগুলোতে ক্রেতারা পাবেন ব্র্যান্ডটি আইকনিক এবং বাংলাদেশের মানুষের ব্যবহার উপযোগী সব পণ্য। এর মধ্যে রয়েছে: দ্য টি ট্রি’র পণ্য সমাহার, এক্সপার্ট ফেসিয়াল মাস্ক, ভিটামিন-ই’র নানা পণ্য, ভিটামিন সি এর নানা পণ্য এবং বাথ ও বডি এবং মেকআপের বিস্তৃত পরিসীমার লিমিটেড এডিশন। এছাড়াও, গ্লোবাল রিলিজ ডেটের সাথে সামঞ্জস্য রেখে ক্রেতারা এ আউটলেটগুলোতে ব্র্যান্ডটির নতুন সব পণ্যও পাবেন।
এছাড়াও, ক্রেতারা দ্য বডি শপ বাংলাদেশের ইউনিক রিওয়ার্ড প্রোগ্রাম ‘লাভ ইওর বডি ক্লাব’-এর মেম্বার হতে পারবেন এবং মেম্বাররা বিশেষ সুবিধা, রিওয়ার্ড পয়েন্ট এবং মেম্বার ওনলি ডিসকাউন্ট পাবেন।
এ প্রসঙ্গে দ্য বডি শপ সাউথ এশিয়া এর ভাইস প্রেসিডেন্ট বিশাল চতুর্ভেদি বলেন, “বাংলাদেশে তৃতীয় আউটলেট চালু করতে পেরে আমরা আনন্দিত। বিগত কয়েক বছর ধরে আমরা বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে দারুণ প্রতিক্রিয়া পেয়েছি; এ কারণেই আমরা বাংলাদেশে নতুন আউটেলেট চালু করেছি। নতুন এ স্টোরটি আমাদের ক্রেতাদের কেনাকাটাকে স্বাচ্ছন্দ্যদায়ক করবে বলে আমি প্রত্যাশা করছি। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ সকল অংশীজনদের কাছে, যারা সবসময় আমাদের নৈতিক ব্যবসায়িক কৌশল এবং উদ্ভাবনী পণ্যের পাশে ছিলেন।”
দ্য বডি শপ থেকে পণ্য কেনায় ক্রেতারা ব্র্যান্ডটির নৈতিকতায় আস্থা রাখতে পারবেন। যাত্রা শুরুর পর থেকে ‘ফরএভার এগেইনস্ট অ্যানিমাল টেস্টিং’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বব্যাপী ল্যাবরেটরিতে প্রসাধনী পণ্য তৈরির জন্য প্রাণীদের ওপর যে পরীক্ষা চালানো হয় তা বন্ধে ব্র্যান্ডটি আহ্বান জানিয়ে আসছে। দ্য বডি শপের সকল পণ্য শতভাগ প্রাকৃতিক এবং প্রাণি নিষ্ঠুরতার বিরুদ্ধে। বাংলাদেশে বডি শপ কোয়েস্ট হোল্ডিংসের এক্সক্লুসিভ পার্টনার হিসেবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।