Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে তিতাস গ্যাস অফিস ঘেরাও ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৬ পিএম

নারায়ণগঞ্জে মোটা পাইপ লাগানোর পরে তিতাসের এমডিকে সংবার্ধনা দিয়েছিলো। সেদিন তিনি বলেছিলেন, আর কোনদিন নারায়ণগঞ্জে গ্যাসের সমস্যা হবে না। অথচ, বাড়িতে বাড়ির চুলায় গ্যাস নাই, ঘরে খাবার নাই। এই কষ্ট যারা ভুক্তভোগী তারাই বলতে পারে। তিতাসের এমডির সেই কথায় আজ নিরাশ হলাম
আবাসিক চুলায় পর্যাপ্ত গ্যাসের দাবিতে সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাষাঢ়া বালুর মাঠ অবস্থিত তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচিতে এ কথা বলেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান মাসুম। আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে কর্মসূচিটি বেলা ১১টায় শুরু হয়।
এতে অংশ নেন মাসদাইর, গলাচিপা, তল্লা, খানপুর, কলেজ রোড, দেওভোগ এলাকার বাসিন্দারা।
তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি শেষে তিতাস গ্যৗাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে।ঘেড়াও কর্মসূচিতে এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, এখন কথা হচ্ছে গ্যাসটা কোথায় গেলো? গ্যাসটা গেলো বসুন্ধরা, ফ্রেসের মতো বাংলাদেশের ৭টা বড় কোম্পানীর পেটে। কারণ গ্যাস না থাকলে আমরা সিলিন্ডার কিনবো, এলপিজি কিনবো; এই হলো তাদের মতলব।
জ্বালানী প্রতিমন্ত্রী ও পেট্রোবাংলার চেয়ারম্যানের সমালোচনা করে বলেন, আপনারা বলেন আমাদের বাড়ি নারায়ণগঞ্জ। অথচ সেই নারায়ণগঞ্জেই গ্যাস নেই। ভাই নিজের মাতৃভুমিকে যারা ভুলে যান, তারা যতবড় চেয়ারম্যানই হন না কেন, দুই পয়সার দাম তাদের নাই। আপনার কাছে দাবি জানালাম যে, এই গ্যাসের ব্যবস্থা অনতিবিলম্বে করেন। না হলে আপনাদের নারায়ণগঞ্জবাসী প্রত্যাহার করবে
এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, আজকের এই সভাটা ‘ওয়ার্ম আপ’। আমরা ওয়ার্ম আপ করে গেলোম, যদি গ্যাস না আসে তাহলে ফাইনাল ফুটবল খেলবো। প্রশাসন, পুলিশ, বিজিবি আমাদের কিছু করতে পারবে না। কারণ আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা আমাদের অধিকার চাই। মাঝে মাঝে বকেয়া নেয়ার জন্য ম্যাজিস্ট্রেট পাঠায় তিতাস, আমি আপনাদের বলতে চাই, আপনারা তাদের এক কাপ চা খাইয়ে বিদায় করে দিবেন। লাইন কাটতে দিবে না। লাইন যদি কাটতে চায়, তাহলে মহল্লাবাসীদের নিয়ে রুখে দাঁড়াবেন। তারপর যা হয় হোক, আপত্তি নাই। আমরা গ্যাসের দাবিতে শুধু অবস্থান ধর্মঘট করবো না, আমরা আবারো হরতাল ডাকবো। আর সেই হরতালের নেতৃত্ব দিবে আমাদের মা-বোনেরা
তিনি বলেন, ওই যে একজন আছে, কাজিমউদ্দিন না। সরকারি দল করে। ওনার চাকরি নাই, তারপরেও উনি গ্যাসের নেতা। এখানে গ্যাসের কর্মকর্তারা আছেন, মিটিং করে সিদ্ধান্ত নেন; কখন কোন এলাকায় গ্যাস দিবেন। গ্যাস সকাল বেলা দিতে হবে, এর কোন বিকল্প নাই। গ্যাস না থাকলে, মাইকিং হয়, পত্রিকায় বিজ্ঞপ্তি হয়। কিন্তু ওনারা এমনই জমিদার, ওনারা কিছুই জানানোর প্রয়োজনীয়তা বোধ করেন না। গ্যাসের কোন কোন কর্মকর্তা রাতে নারায়ণগঞ্জে তাদের কোয়াটারে না থেকে ঢাকায় গিয়ে থাকে, তাদের তালিকা তৈরি করবো। তাদের আমরা ঢাকা যেতে দিবো না।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সাংগঠনিক সম্পাদক কামরুল হক, সহ সম্পাদক পপি রানী সরকার, খোদেজা নাসরিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু বলেন, ‘চুরি চুরি চুরি আর নাই নাই নাই। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, বিশুদ্ধ পানি নাই, শুধু নাই আর নাইয়ের মধ্যে আমরা নারায়ণগঞ্জবাসী বাস করি। আর মূল্যবৃদ্ধিতো আছেই। এখন সরিষায় ভূত আর বেড়ায় খেত খায়; এই কথা গুলোর মতোই তিতাস গ্যাসের সকল কর্মকর্তা-কর্মচারীদের একাউন্ট জব্দ করা হোক। তাদের বাড়ি ঘর কোথায় আছে, তদন্ত করা হোক। ওরা স্ত্রীর নামে, চাচী শ্বাশুরীর নামে বাড়ি ঘর কিনেন, এরপর হেবা করে নিজের নামে নিয়ে নেয়। এই চুরি বন্ধ হবে না। বঙ্গবন্ধু বলে গেছে, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ