Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:০১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৫ মাস বয়সী রাহাত মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশু রাহাত ওই গ্রামের শাহজাদা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুরের পাড়ে শিশু রাহাত মিয়াকে রেখে তার মা রাশেদা বেগম গরুকে খাওয়ানোর জন্য ঘাস পুকুরের পানিতে ধুইতে থাকে। এসময় রাশেদা বেগমের অজান্তে রাহাত মিয়া পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুকে পানিতে ভাসতে দেখে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাত মিয়াকে মৃত ঘোষণা করেন।
দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম শিশু রাহাত পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষযটি নিশ্চিত করেন। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ