গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সমাজ ও রাষ্ট্রে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, সমাজের নেতৃত্ব দেয়ার দায়িত্ব আলেমদের। আলেম সমাজ নেতৃত্ব থেকে পিছিয়ে থাকায় জালেমদের হাতে নেতৃত্ব চলে গেছে। এই উপলব্ধি আলেমদের করতে হবে। পারস্পারিক ভুল বুঝাবুঝি পরিহার করে সমাজ ও রাষ্ট্রে কিভাবে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি আলেম সমাজের স্বক্রিয় অংশগ্রহন বেশি প্রয়োজন।
আজ রোববার বিকেলে রাজধানীর ডেমরার একটি মাদরাসা মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা শাখা আয়োজিত ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুফতী বাছির উদ্দিন মাহমুদ, মুফতী আজহারুল ইসলাম আজমী, মুফতী সালমান সাকী। ডেমরা থানা আহ্বায়ক মুফতী মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মুসলিম উম্মাহ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এমতাবস্থায় নিজেদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে। ওলামায়ে কেরামসহ ইসলামী শক্তির ঐক্য হলে দেশের নেতৃত্ব ওলামায়ে কেরামই দিবে। কাজেই বিতর্কে জড়িয়ে নিজেদের সময় নষ্ট না করে মানুষকে কাছে টানার চেষ্টা করতে হবে।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার নতুন করে ষড়যন্ত্র করছে। সরকার দিল্লির আশির্বাদ নিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকির করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভোটচুরি করে ফের ক্ষমতায় যাওয়ার অলীক স্বপ্ন দেখবেন না, আগামী নির্বাচনে জনগণ আওয়ামী দুঃশাসনের শক্ত জবাব দিবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইসলামী হুকুমতের অগ্রযাত্রাকে রুখে দিতে তৎপর হয়ে ওঠে। তারা বিদেশি এজেন্টদের ক্রীড়নক হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তাদের প্রোপাগা-ায় বিভ্রান্ত না হয়ে সবাইকে নিয়মতান্ত্রিক কর্মসূচিতে আত্মনিয়োগ করতে হবে। আজ সকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় সম-সাময়িক পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় উপস্থিত থেকে দায়িত্বশীলদের সম-সাময়িক বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।