প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ফেডারেশন অব টেলভিশন প্রফেশনাল অর্গানাইজেশনের (এফটিপিও) ডাকে ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলীরা। টিভি মিডিয়ার উন্নয়নের লক্ষ্যে সরকার ও টেলিভশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা। এর মধ্যে পঞ্চম দাবিটি মনে নিয়ে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করেছে সরকার। বাকি দাবিগুলো আদায়ের লক্ষ্যে গত রোববার দুপুরে ঢাকা রিপার্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফটিপিও। এখানে আরো কিছু দাবি পেশ করেন তারা। শিল্পী কলাকুশলীদের প্লাটফর্মের আহŸায়ক মামুনুর রশীদ, ডিরেক্টরস গিল্ডের সভাপিত গাজী রাকায়েত, সাধারণ সম্পাদক এসএ হক অলিক, নাট্যকার মাসুম রেজা, শিহাব শাহীনসহ অনেকেই উপিস্থত ছিলন। সংবাদ সম্মেলনে মামুনুর রশীদ বলেন, ১৫ ডিসম্বেরর মধ্যে সকল টেলিভিশন চ্যানেল ডাবিং সিরিয়াল বন্ধ করতে হবে। ১ জানুয়ারির মধ্যে আমাদের সকল দাবি বাস্তবায়ন করতে হবে। এছাড়া ৩০ নভেম্বরের সমাবেশ পর্যালোচনা করে আমরা দেখেছি আমাদের আরো কিছু দাবি আছে যা খুবই সঙ্গতিপূর্ণ। এরপর আরো কিছু দাবি তুলে ধরা হয় এ সংবাদ সম্মেলনে। নতুন এই দাবিগুলো হলোÑ বিজ্ঞাপন প্রচারে সময়সীমা নির্ধারণ করেত হবে, নাটকের বাজেট যৌক্তিক হারে বৃদ্ধি করতে হবে, কপিরাইট প্রথা বহাল করতে হবে, যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রিভিউ কমিটি থাকতে হবে, নির্ভুল টিআরপি ব্যবস্থা চালু করতে হবে, ভারতে বাংলাদেশের চ্যানেল চালু করতে হবে ও তাদের চ্যানেল ডাউন লিংক ফি-এর সাথে আমাদের চ্যানেলের ডাউন লিংক ফি-এর অসমতা দূর করতে হবে, এফটিপিওকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। গাজী রাকায়েত বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হলো দশর্কদের মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়া ও লাগামহীন বিজ্ঞাপনের হাত থেক রক্ষা করা। এফটিপিও’র পেশ করা প্রধান পাঁচ দাবি হলো বেসরকারি চ্যানেলে বাংলা ডাবকৃত বিদেশি অনুষ্ঠান বন্ধ করতে হবে। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটি’র ন্যূনতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণ করতে হবে। টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে সরকারের অনুমতি ও সংশ্লিষ্ট সংগঠনসমূহে নিবন্ধিত হতে হবে। ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।