Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের ওপর হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মরহুম ছাত্রনেতা আনিস খানের ভাই সালমান খান। আনিসের বড় ভাই সাব্বির খান বলেছেন, শুক্রবার রাত ১টা নাগাদ ধারাল অস্ত্র নিয়ে সালমানের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। একাধিক কোপ মারা হয় তাঁকে। আনিসের চাচাতো ভাই সালমান। আনিস হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী তিনি। সূত্রের খবর, আনিসের মামলা নিয়ে সব সময়ই সক্রিয় থাকতেন সালমান। আনিসের বড় ভাই সাব্বির বলছেন, সালমানকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। সাব্বিরের বক্তব্য, শুক্রবার রাতে সালমানের বাড়িতে ঢুকে একদল দুষ্কৃতকারী ধারাল অস্ত্র (টাঙি) দিয়ে আক্রমণ করে। তাকে মাথার পেছনের দিকে একাধিক কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে যান সালমা। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের ওপর হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ