প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হিন্দি ও মারাঠি চলচ্চিত্র ও টিভির অভিনেত্রী অম্রুতা একটি নাচের রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করবেন। ‘নাচ বালিয়ে ৭’ বিজয়ী অম্রুতা হিন্দি নয় বরং মারাঠি ভাষাভিত্তিক একটি রিয়েলিটি শোতে এই দায়িত্ব পালন করবেন। এই অনুষ্ঠানটির নাম ‘ম্যাড- মহারাষ্ট্র আসাল ড্যান্স’। এটি প্রচারিত হবে কালার্স মারাঠি চ্যানেলে।
এক বিবৃতিতে অম্রুতা বলেন, “কালার্স অনেক অনেক নতুন আর ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছে। তারা কন্টেন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। সঞ্জয় যাদবের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করব বলে আমি আনন্দিত। দীর্ঘদিন পর আমরা আবার একসঙ্গে কাজ করব।”
অম্রুতা কালার্স টিভির এই মৌলিক ধারা অনুষ্ঠানের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন আগামী চলচ্চিত্রের কাজ বাছাইয়ের জন্য তিনি একাধিক চিত্রনাট্য পর্যালোচনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।