Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেট জেলা যুবদলের সম্মেলন চলছে আজ , নেতা কর্মীদের ঢল : সরকার বিরোধী শ্লোগানে তেজ ছড়াচ্ছে !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪১ পিএম

সিলেট জেলা যুবদলের বহুল প্রতীক্ষিত কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ (শনিবার)। সিলেট নগরীর রেজিস্টারি মাঠে সকাল থেকে শুরু হয়েছে সম্মেলন। এ নিয়ে জেলা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখ পরিবেশ। দলে দলে সম্মেলনস্থলে যোগ দিচ্ছেন তারা।

যুবদল সংশ্লিষ্টরা জানান, আজ দুই অধিবেশনে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন। দ্বিতীয় অধিবেশনে হবে কাউন্সিলরদের ভোট গ্রহণ। সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে আগত কাউন্সিলররা ভোট দিয়ে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে নতুন নেতৃত্ব গঠন করবেন তারা।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ। নেছার ও লিটন জেলা আহ্বায়ক কমিটির সদস্য।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সম্মেলনের উদ্বোধন করেছেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সম্মেলনে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, ড. এনামুল হক, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম প্রমুখ।
এদিকে, সম্মেলন ঘিরে যুবদল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আজ সকাল থেকেই শত শত নেতা-কর্মী মিছিল সহকারে সম্মেলনস্থলে উপস্থিত হচ্ছেন। নেতা-কর্মীদের মিছিল, শ্লোগানে সম্মেলনস্থলে উৎসবের আবহ বিরাজ করছে। বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছেন নেতা-কর্মীরা। তাদের মুখে সরকার বিরোধী শ্লোগানও তেজ ছড়াচ্ছে।

সম্মেলনস্থল রেজিস্টারি মাঠে বড় আকারের প্যান্ডেল বসানো হয়েছে। মাঠের চারপাশ জুড়ে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড লাগানো হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের বড় বড় ছবিও শোভা পাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট

২৭ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ