Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে চাঁদাবাজি মামলার এক আসামী গ্রেফতার করেছে র‌্যাব

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ৭:০২ পিএম

সিলেটের শাহপরাণ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক চাঁদাবাজি মামলার আসামীকে। গত সোমবার রাত ৯টার দিকে তাকে শাহপরাণ গেট থেকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল। তাকে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল সোমবার অভিযান পরিচালনা করা হয় শাহপরাণ গেটে। রাত সোয়া ৯টার দিকে এ অভিযানে গ্রেফতার করা হয় মিজানুর রহমান রকি (২৬) নামের এক যুবককে। শাহপরাণ থানায় রয়েছে তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা। মামলা নং-২৫/২১, তাং-০৫/০৭/২০২১। গ্রেফতারকৃত রকি খাদিম চৌমহনী এলাকার রাজন মিয়ার পুত্র। এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও এএসপি আফসান আল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ