Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে ফের সামরিক সহায়তা দেয়া শুরু যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ২:০৬ পিএম

ইমরান খানের সময় বন্ধ ছিল, কিস্তু তাকে হঠিয়ে নিজেদের তাঁবেদার সরকার বসানোর পর পাকিস্তানকে ফের সামরিক সহায়তা দেয়া শুরু করল যুক্তরাষ্ট্র। এফ-১৬ যুদ্ধবিমান বহর টিকিয়ে রাখতে পাকিস্তানকে ৪৫ কোটি ডলারের উপকরণ কেনার অনুমোদন দিয়েছে ওয়াশিংটন।

বর্তমান ও ভবিষ্যতের সন্ত্রাসবাদ মোকাবিলায় ইসলামাবাদকে সাহায্য করাই এর লক্ষ্য বলে জানানো হয়েছে। গত চার বছরে পাকিস্তানকে এটাই আমেরিকার সবচেয়ে বড়সড় নিরাপত্তা সংক্রান্ত সহায়তা। ২০১৮ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের ২০০ কোটি ডলারের নিরাপত্তা সংক্রান্ত সহায়তা স্থগিত করে দিয়েছিলেন। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি গাড়তে দেবেন না বলে ইমরান খান ঘোষণা দেয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই নীতিতে ছেদ টেনে বুধবার মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ এবং সেই সংক্রান্ত উপকরণ কেনার জন্য সম্ভাব্য ফরেন মিলিটারি সেল (এফএমএস)-এর অনুমোদনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফ-১৬ বিমান বহর টিকিয়ে রাখার এই সহায়তা সন্ত্রাসবাদের চলতি ও আগামী দিনের বিপদ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতা বজায় রাখতে সহায়ক হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান গুরুত্বপূর্ণ শরিক। আমেরিকা ও পাকিস্তানের বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল ইসলামাবাদের এফ-১৬ কর্মসূচি। পাকিস্তান সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেবে বলেও তিনি আশাপ্রকাশ করেছেন।

পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, পাকিস্তানকে নতুন কোনও অস্ত্র বিক্রি করা হচ্ছে না। এছাড়াও এবিষয়ে সংশ্লিষ্ট অঞ্চলে সামরিক ভারসাম্যে কোনও বিরূপ প্রভাব পড়বে না বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সূত্র: ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ