Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়লেই হবে ‘অখণ্ড’ ভারত

শেখ হাসিনার সফরের মাঝেই মন্তব্য আসাম মুখ্যমন্ত্রীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

চার দিনের সফরে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এহেন পরিস্থিতিতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ শুরুর দিন গতকাল বিতর্কিত মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা মেরে তার দাবি, পাকিস্তান ও বাংলাদেশকে ‘যুক্ত’ করে ‘অখণ্ড’ ভারত গড়ে তুলতে হবে।
ঠিক কী বলেছেন তিনি? তার কথায়, ‘ভারত অটুটই রয়েছে। আমরা এক জাতি। কংগ্রেস ১৯৪৭ সালে ভারতকে ভেঙে দিয়েছিল। যদি রাহুল গান্ধীর কোনো অনুশোচনা থাকে যে, তার দাদু ভুল করেছেন, তাহলে ভারতে ‘ভারত জোড়ো যাত্রা’ করে কোনো লাভ নেই। পাকিস্তান, বাংলাদেশকে ফের যুক্ত করে ‘অখণ্ড’ ভারতের জন্য কাজ করুন’।
উল্লেখ্য, গতকাল বুধবার তামিলনাড়ুতে ভারত জোড়ো যাত্রার সূচনা করেন রাহুল গান্ধী। ১২টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ১৫০ দিনে সাড়ে তিন হাজার কিলোমিটার পথ হাঁটার পরিকল্পনা নেওয়া হয়েছে। মিছিলের যাত্রাপথের সবথেকে বেশি অংশ রয়েছে কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলেঙ্গানায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পায়ের তলায় হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়েই কংগ্রেসের এই পদক্ষেপ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন এ উপলক্ষেই প্রশ্ন করা হয় আসামের মুখ্যমন্ত্রীকে। আর তখনই তিনি এ প্রতিক্রিয়া জানান।
গত সোমবারই ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদি। হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর মোট ৭টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রয়েছে রেল, সড়ক, বিদ্যুৎসহ আরো বেশ কয়েকটি চুক্তিও। এহেন পরিস্থিতিতেই বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করার কথা বলে বিতর্ক তৈরি করলেন হিমন্ত। সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন।



 

Show all comments
  • Kutbul Alam ৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫০ এএম says : 0
    বাংলাদেশের। দিকে হাত বাড়ালে ভারত একবারেই লণ্ডভণ্ড হয়ে যাবে।।। এরা আসলে ভারতকে খন্ডখন্ড করতে চায়। এরা গরুর মুত অতিরিক্ত খেয়ে তাদের মগজকে অকেজ করে ফেলেছে। এদেরকে হাসপাতালে রাখার জন্যে পরামর্শ রইলো
    Total Reply(0) Reply
  • Kutbul Alam ৮ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫০ এএম says : 0
    বাংলাদেশের। দিকে হাত বাড়ালে ভারত একবারেই লণ্ডভণ্ড হয়ে যাবে।।। এরা আসলে ভারতকে খন্ডখন্ড করতে চায়। এরা গরুর মুত অতিরিক্ত খেয়ে তাদের মগজকে অকেজ করে ফেলেছে। এদেরকে হাসপাতালে রাখার জন্যে পরামর্শ রইলো
    Total Reply(0) Reply
  • A B Babul ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৯ এএম says : 0
    ফ্রাঙ্কেস্টাইনের দানব নিজেই নিজেকে গিলে খেয়েছিল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়লেই হবে ‘অখণ্ড’ ভারত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ