নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পার্ক দে পিন্সিসে পরশু রাতে জুভেন্টাস দ্বিতীয়ার্ধে বেশ ভুগিয়েছে পিএসজিকে। তবে ম্যাচ জিততে পারেনি। প্রথমার্ধেই কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে এগিয়ে যাওয়া পিএসজি ২-১ গোলে জিতেই এবারের চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে। তবে চোখে লেগেছে দ্বিতীয়ার্ধের শুরুতে জুভেন্টাসের গোলের পর পিএসজির খেই হারিয়ে ফেলা। ঠিক যেন গত মৌসুমে সেকেন্ড রাউন্ডে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা সেকেন্ড লেগের প্রতিচ্ছবি। গতবার শেষ ষোলতে গোটা দুই লেগের বেশের ভাগ সময় দাপুটে খেলেও, শেষ কিছু সময়ের ভুলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয়েছিল মেসি-নেইমারদের।
এবার বাদ পড়ার ভাবনা এখনই নেই, তবু গত রাতের ম্যাচ শঙ্কা বাড়িয়ে দেবে পিএসজির। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের দুই উইং থেকে হুয়ান কুয়াদ্রাদো আর ফিলিপ কস্তিচের ক্রসের বন্যায় যে পিএসজি বক্সে কাপুনি ধরিয়ে দিয়েছিল। তবে সেটা বিরতির পরে। এমবাপ্পে ৫ মিনিটের সময় প্রথম গোলটি করেন নেইমারের চোখধাঁধানো লব ধরে দুর্দান্ত ভলিতে। ঠিক তার ১৭ মিনিট পর দ্বিতীয় গোলটি পান এই ফ্রেঞ্চ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এতো কম সময়ের মাঝে কেউ জুভেন্টাসে বিপক্ষে জোড়া গোল পায়নি। এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালের হয়ে ২০১৩ সালে ২৯ মিনিটের ব্যবধানে জোড়া গোল তুলে নিয়েছিল তুরিনের বুড়িদের বিপক্ষে। ৫৩ মিনিটে কস্তিচের ক্রসে দারুণ গোলে জুভকে ম্যাচে ফেরান ওয়েস্টন ম্যাককেনি। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু সুযোগ হাতছাড়া করাকেই হারের কারণ হিসেবে দুষলেন জুভের কোচ ম্যাকিমিলিয়ান অ্যালিগ্রি, ‘আমরা ভালো খেলেছি। তবে সুযোগও হাতছাড়া করেছি অগণিত। গোল করার ঠিক আগে মাথা আরও ঠান্ডা রাখতে হবে সামনের ম্যাচ গুলোতে।’
সাবেক ক্লাব এসি মিলানের হয়ে তিনবার স্কটিশ ক্লাবটির মাঠে গিয়েও জয়ের মুখ দেখেননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সেল্টিকের পাশাপাশি তাই স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ ছিল প্রতিকূল ইতিহাসও। উল্টো ম্যাচের ৩০ মিনিটের সময় চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালের প্রাণভোমরা কারিম বেনজেমাকে। তবে সকল বাধাকে ডিঙিয়ে স্কটিশ ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দীর্ঘদিন পরে স্বরূপে ফিরেছেন বেনজেমার পরিবর্তে মাঠে নামা বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড।
স্কোরলাইন দেখে মনে হতে পারে রিয়াল মাদ্রিদ অনায়াসেই জয় তুলে নিয়েছে। তবে গতপরশু রাতে গ্লাসগোর সেল্টিক পার্কে ম্যাচের শুরু থেকে স্বাগতিকরাই রিয়ালকে স্তম্ভিত করতে দিয়েছিল আক্রমণে। প্রেসিং ফুটবলে স্প্যানিশ জায়ান্টদের কাঁপিয়ে দিয়েছিল। তবে রিয়ালের রক্ষণভাগ ও গোলরক্ষক কর্তোয়ার দৃঢ়তায় ও নিজেদের দুর্বল ফিনিশিংয়ের কারণে শেষপর্যন্ত গোলের দেখা পায়নি সেল্টিক। দ্বিতীয়ার্ধে হ্যাজার্ড আবির্ভূত হন নায়কের ভূমিকায়। ম্যাচের ৫৬ মিনিটে ভালভার্দের গোলে এবং রিয়ালের জার্সিতে শততম ম্যাচ খেলতে নামা মড্রিচের গোল হ্যাজার্ডের ভূমিকাতেই। ম্যাচ শেষ হওয়ার ১৩ মিনিট আগে বেলজিয়ান উইঙ্গার নিজে লক্ষ্যভেদ করেন, ফলে ২০২০ সালের নভেম্বরের পর এই টুর্নামেন্টে আবারও গোল পেলেন তিনি। হ্যাজার্ডের ফিরে আসাতে দারুণ খুশি গুরু আনচেলত্তি জানান, ‘তাকে যখন নামাচ্ছিলাম তখন মনে হচ্ছিল রাতটা ওর হতে পারে। সে আমাকে সঠিক প্রমাণ করেছে। আশাকরি এই ফর্মটা সে সামনেও ধরে রাখবে।’ তবে দুশ্চিন্তার কারণও আছে ইতালিয়ান কোচের। একই ম্যাচে চোটে পড়েছেন বেনজেমা ও ডিফেন্ডার মিলিতো। সে ব্যাপারে জানতে চাইলে মিশ্র প্রতিক্রিয়াই দিলেন আনচেলত্তি, ‘ওদের ইনজুরি আমার কাছে খুব একটা গুরতর মনে হয়নি। তবে আগামীকাল তাদের ডাক্তারী পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ শুরুর পর চ্যাম্পিয়ন্স লিগেও দাপুটে সূচনা পেয়েছেন আর্লিং হলান্ড। এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে সেভিয়ার বিপক্ষে এদিন গার্দিওলার দল জিতেছে ৪-০ গোলে। সিটিজেনদের হয়ে সব মিলিয়ে ৮ ম্যাচেই ১২ গোল পেয়েছেন এই ২২ বছর বয়সী স্ট্রাইকার। তাতেই গড়লেন নতুন এক রেকর্ড। আসরটির রাজা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম গোলের স্বাদ পেয়েছিলেন রোমার বিপক্ষে, ১০ এপ্রিল ২০০৭ সালে। লেগেছিল ২৬টি ম্যাচ। আর ২০ ম্যাচ খেলেই হালান্ডের গোল সংখ্যা ২৫! এই স্ট্রাইকারের আগে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোলের দ্রুত রেকর্ডটি ছিল রুড নিস্টেলরয় ও ফিলিপ্পে ইনজাগির। তারা সময় নিয়েছিলেন ৩০ ম্যাচ। আর হালান্ডের সাথে তুলনা হওয়া এমবাপ্পের লেগেছিল ৪২ ম্যাচ।
সেভিয়ার রেমন সানচেজ স্টেডিয়ামে ম্যাচের ২০ মিনিটে ডি ব্রুইনার ক্রস থেকেই হালান্ডের গোল। পরে ৬৭ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন তিনি। বাকি গোল দুটি করেন ফোডেন ও রুবেন ডিয়াজ আর গোল দুটি আসে পর্তুগীজ রাইট ব্যাক ক্যানসেলোর সহায়তায়। আরও একটি হালান্ডময় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পুরো সময় তাকে নিয়েই কথা বললেন গার্দিওলা, ‘হালান্ডের পরিসংখ্যানই কথা বলছে তার হয়ে। তাকে দেখলেই মনে হয়, আরও গোল আসছে। আমি চাই এই রুটিনটা চলুক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।