গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর বিজয়নগরস্থ সেন্ট্রাল ল’ কলেজের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন। একই সঙ্গে ওই কলেজের জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। ভূমি সচিব, ঢাকার ডিসি, কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহমদ সোহেল ও জিয়াউর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন তিতাস হিল্লোল রেমা। এর আগে গত ২৭ জানুয়ারি এক জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পায়। ওই প্রতিবেদন সংযুক্ত করে সেন্ট্রাল ল’কলেজের প্রাক্তন শিক্ষার্থী পারভীন সুলতানা রিট করেন। গতকাল রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।