Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরের চিরিরবন্দরে সেফটি ট্যাঙ্কে দুই জনের মৃত্যু; গুরুতর আহত-১

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৬ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে নির্মানাধীন সেফটি ট্যাঙ্কে কাজ করার সময় অসুস্থ্য হয়ে পড়া নির্মান শ্রমিককে উদ্ধার করতে নেমে দুই ভ্যান চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার নওখৈর গ্রামে। নিহত মহিরউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০) এর বাড়ী একই গ্রামে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নওখৈর গ্রামের মহির উদ্দিনের নির্মানাধীন বাড়ির সেফটি ট্যাঙ্কের সাটার খোলার সময় নির্মান মিস্ত্রি আলতাফ হোসেন অক্সিজেনের অভাবে অসুস্থ্য হয়ে পড়লে সে চিৎকার শুরু করে। সেখানে দাড়িয়ে থাকা তিনজন তাকে উদ্ধার করার জন্য নিচে নামে। এসময় তারাও অসুস্থ হয়ে যায়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক সাইদুল ও মাবুদ মারা যায়। অপর দিকে আহত নির্মান মিস্ত্রি আলতাফ হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সে বর্তমানে আইসিইউতে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ফেরদৌস নামের একজন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ