Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইমরান খানের ওপর ‘চটেছে’ সেনাবাহিনী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৭ এএম

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরানের ওপর চটেছে দেশটির সেনাবাহিনী। এই নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতি প্রকাশ করেছে।
সম্প্রতি ফয়সালাবাদে এক র‌্যালিতে ইমরান খান বলেন, নিজেদের সেনাপ্রধান নিয়োগের জন্য সরকার নির্বাচন বিলম্বিত করছে। তবে যদি একজন 'দেশপ্রেমিক সেনাপ্রধান আসেন, তাহলে তিনি বর্তমান শাসকদের রেহাই দেবেন না'।
এই নিয়ে আইএসপিআর তাদের বিবৃতিতে বলেছে, ফয়সালাবাদের সমাবেশে ইমরান খানের সামরিক ঊর্ধ্বতন নেতৃত্ব সম্পর্কে মানহানিকর এবং অযাচিত বিবৃতিতে সেনাবাহিনী 'বিক্ষুব্ধ'।
পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, দুঃখজনকভাবে, এমন এক সময়ে পাকিস্তান সেনাবাহিনীর সিনিয়র নেতৃত্বকে অসম্মানিত এবং দুর্বল করার চেষ্টা করা হয়েছে যখন প্রতিষ্ঠানটি প্রতিদিন জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য জীবন দিচ্ছিলো।
দেশটির সেনাবাহিনী আরও বলেছে, সিনিয়র রাজনীতিবিদরা সেনাপ্রধানের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। সেনাপ্রধান নিয়োগের পদ্ধতি সংবিধানে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাই এমন বিতর্ক সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক।
এদিকে বর্তমানে পাকিস্তানে ভয়াবহ বন্যার তাণ্ডব অব্যাহত আছে। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা এক হাজার ৩০০ জন ছাড়িয়েছে। এর মধ্যেও ইমরান খান জানিয়েছেন, বন্যা কবলিত লোকদের সাহায্যের পাশাপাশি তার রাজনৈতিক সংগ্রাম চলবে। সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ।



 

Show all comments
  • jack ali ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:১০ পিএম says : 0
    পাকিস্তানের বর্বর সেনাবাহিনীরা আমাদের ঘরে অত্যাচার করেছিল |পাকিস্তান কাফের আমেরিকাসহ প্রায় চল্লিশটি কাফেরদে সাহায্য করেছে আফগানিস্থান কে ধ্বংস করার জন্য সেদিনও আফগানিস্তানকে সাহায্য করেছে পাকিস্তান পাকিস্তানের এয়ারস্পেস ব্যবহার করে আমেরিকা-আফগানিস্তান এ হামলা চালিয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ