Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে ফের ভূমিকম্প, নিহত অন্তত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪২ পিএম

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের রাজধানী জালালাবাদ ও কুনার প্রদেশে ভূমিকম্পে অন্তত আট জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও নয় জন। হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার মধ্যরাতের পর ঘটে এই ভূমিকম্প এবং এটির মাত্রা ছিল ৫ দশমিক ৩।
আফগানিস্তানের বার্তাসংস্থা বাখতার নিউজ এজেন্সিকে কুনার প্রাদেশিক সরকারের মুখপাত্র মৌলভি নাজিউল্লাহ হানিফ বলেন, ‘রোববার মধ্যরাতের ভূমিকম্পে নানগারহার ও কুনার— দুই প্রদেশেই প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।’
‘হতাহতের যে সংখ্যা জানা গেছে, সেটি প্রাথমিক। এই সংখ্যা আরও বাড়তে পারে।’
দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি জানান, প্রাথমিক প্রতিবেদনগুলোতে ৬ জনের মৃত্যু ও ৯ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছিল।
জুনে আফগানিস্তানে শক্তিশালী এক ভূমিকম্পে ১০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ও বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। দেশটি এখনও সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। সূত্র : রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ