Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় ট্রেনের ধাক্কায় মা- ছেলে নিহত

ফরিদপুর জেলাসংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৪ পিএম

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ইজিবাইকে ট্রেনের ধাক্কায় লিমা (২৫) নামে এক নারী ও তার ছেলে ইমরান (৭) নিহত হয়েছেন।

সোমবার (০৫ সেপ্টেম্বর), বিকেলে দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রামদিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা মা-ছেলের মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন গনমমাধ্যম কে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এ ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।

বিষয়টি নিয়ে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ