Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সূচীর মাস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সূচীর মাস চলতি সেপ্টেম্বর। এ মাসে জাতীয় পুরুষ, নারী ও বয়সভিত্তিকসহ চারটি দল আন্তর্জাতিক ফুটবলে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করবে। অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে এই ব্যস্ততা। যা চলবে মাসব্যাপী। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৭ সাফ টুর্নামেন্টের। দুই গ্রুপে ভাগ হয়ে বয়সভিত্তিক এ টুর্নামেন্টের খেলবে ৬টি দেশ। এরা হলো- ‘এ’ গ্রুপে বাংলাদেশ, স্বাগতিক শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপে নেপাল, ভারত ও ভুটান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশের কিশোররা। প্রথম ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। কিশোরদের সাফ মাঠে গড়ানোর পরদিনই নেপালের কাঠমান্ডুতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে সাত দেশ দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ‘বি’ গ্রুপের তিন দল হলো- স্বাগতিক নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। শ্রীলঙ্কা ও নেপালে সাফের দুই টুর্নামেন্ট চলাকালীন বাহরাইনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপের খেলা। এ টুর্নামেন্ট মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে রয়েছে কাতার, নেপাল, ভুটান ও স্বাগতিক বাহরাইন। বাংলাদেশ কিশোর, নারী ও যুব দলের ব্যস্তসূচীর মাসেই আছে জামাল ভূঁইয়াদের অ্যাসাইনমেন্ট। এ মাসের ফিফা উইন্ডোতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ জাতীয় দল। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ২৭ সেপ্টেম্বর নেপাল গিয়ে হিমালয় কন্যার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবেন জামালরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সূচীর মাস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ