Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গর্বাচেভকে শেষ শ্রদ্ধা জানাল হাজারো মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মস্কোর বিখ্যাত হল অব কলামসে রাখা মিখাইল গর্বাচেভকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো মানুষ। রক্তপাতহীনভাবে স্নায়ু যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হওয়ায় পশ্চিমা বিশ্বের কাছে দারুণ সমাদৃত ছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ এই নেতা। যদিও সোভিয়েত ইউনিয়েনের পতন ঠেকাতে ব্যর্থ হওয়ায় রাশিয়ার অনেকের কাছেই তিনি ‘খলনায়ক’। গত মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান এই নেতা। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি গুরুতর, দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন বলে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছিল। মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত হাউজ অব ইউনিয়নস ভবনের বিখ্যাত বলরুম হল অব কলামসে শনিবার গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হয় বলে জানায় বিবিসি। হাজার হাজার মানুষ কয়েক ঘণ্টা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ফুল দিয়ে তার কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। তবে গর্বাচেভের শেষকৃত্যানুষ্ঠান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে না। এমনকি, ব্যস্ত কর্মসূচির কথা বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিচ্ছেন না। যদিও পুতিন প্রশাসনের প্রটোকল বিভাগ গর্বাচেভের শেষকৃত্যের অনুষ্ঠানটি আয়োজন করেছে এবং তাকে ‘মিলিটারি গার্ড অব অনার’ দেওয়া হয়েছে। গর্বাচেভকে শ্রদ্ধা জানাতে আসা লিবারাল নেতা গ্রিগরি ইয়াভলিনস্কি বলেন, ‘‘এইসব মানুষ এখানে গর্বাচেভকে ধন্যবাদ জানাতে এসেছে। বলতে এসেছে, ‘আপনাকে ধন্যবাদ জনাব গর্বাচেভ’। আপনি আমাদের একটি সুযোগ দিয়েছিলেন, কিন্তু আমরা সেই সুযোগ হারিয়ে ফেলেছি।” বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্বাচেভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ