Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রিসকে আবারো কঠোর হুঁশিয়ারি এরদোগানের

জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে মধ্যস্থতা করতে চায় তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র নিয়ে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক। শনিবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে এ প্রস্তাব দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এরদোগান জানান, শস্য রফতানি নিয়ে আঙ্কারা যেভাবে মধ্যস্থতা করেছে; রুশ দখলকৃত পরমাণু কেন্দ্র নিয়ে সংকট সমাধানেও সেভাবেই পদক্ষেপ নিতে চান। আরেকটি চেরনোবিল দুর্ঘটনা এড়াতে চান বলেও মন্তব্য করেন এরদোগান। তবে ইউক্রেনকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছেন কিনা তা জানা যায়নি। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘিরে পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। স্যাটেলাইট ইমেজে স্থাপনার বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতির নমুনাও দেখা গেছে। শনিবারও কাছাকাছি শহর এনারহোডারে একটি রুশ ঘাঁটিতে হামলার দাবি জানিয়েছে ইউক্রেন। তারা জানায়, সেখানে গোলাবারুদের বেশ বড় মজুদ ছিল। অপরদিকে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশটি যদি এজিয়ান সাগারে তুর্কি জঙ্গি বিমানগুলোকে হয়রানি করা অব্যাহত রাখে তবে তাকে চড়া মূল্য দিতে হবে। সেইসাথে তিনি সামরিক পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দিয়েছেন। ন্যাটোর সদস্য এই প্রতিবেশী দেশ দুটি বেশ কিছু দিন ধরে সাগর ও আকাশের সীমানা নিয়ে বিরোধে রয়েছে। তুর্কি উপক‚লের কাছে গ্রিক দ্বীপপুঞ্জের আশপাশে প্রায় দিনই উত্তেজনার সৃষ্টি হয়। ভ‚মধ্য সাগরে জ্বালানি অনুসন্ধান, সাইপ্রাস বিভক্তি নিয়েও দুই দেশর মধ্যে উত্তেজনা রয়েছে। এরদোগান শনিবার কৃষ্ণসাগরীয় সমুদ্র নগরী সামসুনে এক জনাকীর্ণ সমাবেশে বলেন, এ গ্রিস, ইতিহাসের দিকে তাকাও। যদি সামনে ওগোয়, তবে চড়া মূল্য দিতে হবে। গত সপ্তাহে গ্রিস তার রুশ-নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তুর্কি জঙ্গি বিমানকে হয়রানি করে। তুরস্ক এটাকে বৈরী তৎপরতা হিসেবে অভিহিত করে। এরদোগান তার বক্তৃতায় এ বিষয়ে বলেন, গ্রিস এস-৩০০এস দিয়ে আমাদের হুমকি দেয়ার চেষ্টা করছে। অ্যাথেন্স ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তুরস্কই বরং গ্রিক দ্বীপপুঞ্জগুলোর আকাশসীমা লংঘন করে। আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেনের জাপোরিঝিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ