Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সমর্থনে বিক্ষোভে উত্তাল প্রাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৮ পিএম

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে শনিবার হাজার হাজার মানুষ জড়ো হয়ে দেশটির পশ্চিমাপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে। পুলিশ অনুমান করেছে যে, কেন্দ্রীয় ওয়েন্সেসলাস স্কোয়ারে প্রায় ৭০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ডান ও বামপন্থী, উভয় পক্ষের সমর্থকই ছিলেন।

বিক্ষোভে প্রতিনিধিত্বকারী কয়েকটি গোষ্ঠীর মধ্যে প্রধান অভিবাসী-বিরোধী জনতাবাদী ফ্রিডম অ্যান্ড ডাইরেক্ট ডেমোক্রেসি পার্টি এবং কমিউনিস্ট পার্টি অন্তর্ভুক্ত ছিল। বিক্ষোভকারীরা রক্ষণশীল প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারের পদত্যাগ দাবি করেন এবং তার পশ্চিমা-ভিত্তিক নীতি সহ বেশ কয়েকটি বিষয়ের সমালোচনা করে।

তারা ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সমর্থনের জন্য সরকারের নিন্দা করেন এবং জ্বালানির ক্রমবর্ধমান দাম সরকার মোকাবেলা করতে পারছে না বলে অভিযোগ করেন। বিক্ষোভকারীরা ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং ২৭-দেশের ব্লকের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে এবং জলবায়ু নিরপেক্ষতা পৌঁছানোর পরিকল্পনারও সমালোচনা করেছিল।

প্রসঙ্গত, চেক-রিপাবলিক ন্যাটো এবং ইইউ, দুটি সংস্থারই সদস্য। বিক্ষোভের বিষয়ে প্রধানমন্ত্রী ফিয়ালা বলেছিলেন যে, প্রত্যেকেরই বিক্ষোভ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদকারীরা রাশিয়াপন্থী মতামত প্রকাশ করছে ‘যা চেক প্রজাতন্ত্র এবং আমাদের নাগরিকদের স্বার্থে নয়’। চেক প্রজাতন্ত্র রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-চেক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ