Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকোরিয়ায় অস্ত্র তৈরির দুই কারখানা আবিষ্কার

২০টি আগ্নেয়াস্ত্রসহ ৬ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো/কক্সবাজার জেলা সংবাদদাতা : র‌্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযান দল গতকাল (রোববার) কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন চরণদ্বীপে দু’টি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতার এক পর্যায়ে র‌্যাব-৭ জানতে পারে চরণদ্বীপের দোলখালীপাড়ায় কতিপয় সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্র তৈরীর কারিগরসহ দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি করে এলাকায় স্থানীয় সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ ডাকাতদের কাছে বিক্রি করে আসছে।
এ তথ্যের ভিত্তিতে র‌্যাব কর্মকর্তা মেজর মাহমুদ হাসান তারিক, সিনিয়র এএসপি শাহেদা সুলতানা এবং এএসপি সৈয়দ মোহসিনুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল গতকাল সকালে সেখানে অভিযান শুরু করে। এ সময় অপরাধীরা পালাতে শুরু করলে র‌্যাব তাদের ঘিরে ফেলে। সেখান থেকে আব্দুল মান্নান (৩৫), আইয়ুব খান (২৭), নুরুল আলম (৫০), মহিউদ্দিন ওরফে মহিন মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উক্ত স্থানে অস্ত্রের কারখানা তল্লাশি করে ২০টি বিভিন্ন ধরনের সক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে এক নলা বন্দুক ৮টি, দুই নলা বন্দুক ১টি, থ্রি নট থ্রি রাইফেল ২টি, পয়েন্ট টুটু বোরের রাইফেল ১টি এবং ওয়ান শুটারগান ৮টি। এছাড়া ৪৯ রাউন্ড গুলিসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী একানব্বই পাড়ায় অভিযান চালিয়ে তাদের সহকর্মী জোনুয়ারা বেগম (৩৮) ও নুরল্লাকে (৪৫) আটক করা হয়।



 

Show all comments
  • Suvro ৫ ডিসেম্বর, ২০১৬, ১:৪০ এএম says : 0
    O MY God !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগ্নেয়াস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ