মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ গতকাল (শুক্রবার) রাশিয়া-২৪ টিভির এক সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহসহ উস্কানিমূলক আচরণ না-করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।
তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্র আর গভীরভাবে জড়িত হচ্ছে এবং এটা বিপজ্জনক প্রবণতা। রাশিয়া বার বার সতর্ক করে দিয়ে বলেছে, অস্ত্র সরবরাহসহ ইউক্রেনকে সরাসরি সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সংঘর্ষের একটি সংশ্লিষ্ট পক্ষে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, রাশিয়া নিজের স্বার্থ রক্ষায় সক্ষম, বিশেষ করে সব সামরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করবে মস্কো।
তিনি জোর দিয়ে বলেন, এখন যা ঘটছে তা খুবই বিপজ্জনক। আর তার সব দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। সূত্র: গ্লোবাল টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।