Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেলের দাম ৫ টাকা কমিয়ে সরকার জনগণের সাথে তামাশা করছে - বগুড়ায় রুহুল কবির রিজভী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪৫ পিএম

বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। তেলের দাম ৫ টাকা কমিয়ে এদেশের জনগণের সাথে তামাশা করছে সরকার। শেখ হাসিনার মিথ্যার স্কুলের হেডমাস্টার সেজেছেন তথ্য ও সম প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ভোলা, নারায়ণগঞ্জ ও বরগুনায় রক্তের হুলি খেলছে সরকার। শুধু তাই নয় বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে। ইতিহাস ভুলে গেলে হবে না নারায়ণগঞ্জের শামীম ওসমান ইতিপূর্বে প্রাচীর টপকিয়ে কানাডায় পালিয়ে গিয়ে ছিলেন। বর্তমান ব্যাংকের টাকা, ভোট ও লাশ চুরির ঘটনা ঘটিয়েছে সরকার। তিনি শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে কিচক বাজার এলাকার ফুলতলী মাঠে বিশাল গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী) বিভাগ এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপি নেতা এ্যাড, সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার, আলহাজ্ব মোশারফ হোসেন এমপি, জেলা বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, জয়নাল আবেদীন চাঁন, খায়রুল কবির, মাকতুম খাঁন রুবেল, তাহা উদ্দিন নাইন, লাভলী রহমান, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, ডা. আশিক মামুদ ইকবাল স্বাধীন, আব্দুর রাজ্জাক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, যুবদল নেতা আনোয়ার ইসলাম মুকুল, আবু তাহের, ছাত্রদল নেতা বিপুল, মাশকুরুল আলম, মীর মুন প্রমুখ। এদিকে সমাবেশ কে ঘিরে দুপুর ১টার দিকে কে বা কাহারা কিচক বাজার, শিবগঞ্জ পৌর এলাকার সোনালী ব্যাংক চত্বর ও পৌরসভা সীমান্ত এলাকায় পৃথক ৩টি তোরণ অগ্নি সংযোগ করা সহ ভেঙ্গে ফেলে। এ সময় পৌর সীমান্ত এলাকায় ও আমতলী বাজার এলাকায় কয়েকটি মটর সাইকেলও ভেঙ্গে ফেলে দূর্বৃত্তরা। এঘটনার পর থেকে গোটা এলাকায় আতংকের সৃষ্টি হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ