মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের তিন প্রদেশ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলমান দুর্যোগে প্রাণহানি দাঁড়ালো ১২শ’র কাছাকাছি। যার মধ্যে রয়েছে ৪শ’ শিশু। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সরকারিভাবে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তবে ডায়রিয়া, কলেরাসহ নানা ধরনের চর্মরোগে ভুগছেন হাজারো বাসিন্দা। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, কেবলমাত্র সিন্ধু প্রদেশেই ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৯০ হাজারে বেশি লোক। তবে হাসপাতাল পানিতে তলিয়ে ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মাসে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।