মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবারের ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপে কাতারে ফুটবলপ্রেমীদের যাত্রীসেবা দিতে রাস্তায় থাকবে চার হাজারের অধিক ইলেকট্রিক বাস।
ইতিমধ্যে কাতারের রাজধানী দোহাসহ আশপাশের রাস্তায় অত্যাধুনিক ১ হাজার ৩০০টি ইলেকট্রিক বাস পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে। অত্যাধুনিক এসব বাস ছাড়াও পর্যটকদের জন্য থাকবে উন্নতমানের সেবাসহ পরিবহন ব্যবস্থা।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ২০২২- ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে আগত অতিথিদের আরও নানা প্রকার সেবা দেয়ার পাশাপাশি নিয়মিত যাত্রীসেবার জন্য মোট চার হাজার অত্যাধুনিক ইলেকট্রিক বাস আমদানি করেছে কাতার। পুরো টুর্নামেন্ট জুড়ে কাতারে বিভিন্ন রুটে চলাচল করবে এসব বাস। ইতিমধ্যে তেরশ বাস পরীক্ষামূলকভাবে চলছে কাতারের বিভিন্ন শহরের রাস্তায়।
শুধু তাই নয়, যাত্রীসেবায় থাকবে মেট্রোরেল এবং তারই অংশ লুসাইল ট্রাম। এছাড়া রয়েছে বিলাসবহুল ট্যাক্সি। কোনো আন্তর্জাতিক ইভেন্টে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এর আগে কখনো এত পরিবহন রাস্তায় নামানো হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।