Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় আসামে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুসলমানদের বিরুদ্ধে তীব্র আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অঞ্জন বোরা নামে আসামের এক পুলিশ কর্মকর্তাকে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ওই পুলিশ কর্মকর্তা মসজিদে আযান বন্ধ করা থেকে শুরু করে মুসলিমমুক্ত ভারতের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি কংগ্রেস কর্মী রফিকুল ইসলামের মতো অনেক মুসলমানকে হত্যা করেছেন বলেও অকপটে স্বীকার করেছেন। আসামের কার্বি আংলং জেলার ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) পদের ওই কর্মকর্তা ফেসবুকে একাধিকবার ‘জয় শ্রীরাম’, ‘জয় জয় শ্রীরাম’, ‘জয় শ্রীরাম, জয় হিন্দুস্তান’, ‘জয় জয় শ্রীরাম, জয় হিন্দুভূমি’ ইত্যাদি লেখা পোস্ট করেছেন। মুসলিমমুক্ত ভারতের জন্য হাত মেলানোরও আহ্বান জানান অঞ্জন বোরা। স্থানীয় এক আইনজীবী তার ফেসবুক পোস্ট সম্পর্কে প্রশাসনের কাছে অভিযোগ জানান। এর পরই তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। পোস্ট নিয়ে বিতর্ক শুরু হলে অঞ্জন বোরা নিজের পক্ষে সাফাই দিয়ে বলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিলো। অন্য কেউ তার অ্যাকাউন্ট থেকে এ ধরনের পোস্ট করেছে। অঞ্জন বোরা অবশ্য এভাবে সাফাই দিলেও বিক্ষোভকারীরা তার দাবি মানতে নারাজ। অন্যদিকে, অঞ্জন বোরার ফেসবুক পোস্ট নিয়ে আসামের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ হয় এবং তাকে গ্রেফতার করার দাবি জানানো হয়। অল বোড়োল্যান্ড মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন-এর সচিব কে আলী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিমদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় আসামে পুলিশ কর্মকর্তা বরখাস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ