Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

১৬ কোটি ডলার জরুরি তহবিলের আবেদন জাতিসংঘের

তিন কোটি ডলারের মানবিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের ভারত থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা শিথিল চায় পাকিস্তানি প্রতিষ্ঠান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলারের জরুরি তহবিলের আবেদন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানে কয়েক সপ্তাহের ভয়াবহ মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্বের কাছে একটি সংকেত।’ তিনি বলেন, ‘আসুন আমরা আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের বিশ্ব যেভাবে ধ্বংস হচ্ছে, তা চোখ বন্ধ না করে ব্যবস্থা নেই। আজ, এটা পাকিস্তানে হচ্ছে, আগামীকাল এটা আপনার দেশে হতে পারে।’

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ‘এই ভয়াবহ আবহাওয়া বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে গুতেরেস ৯ সেপ্টেম্বর পাকিস্তান সফর করবেন। জাতিসংঘের প্রধান বাস্তুচ্যুত পরিবারের সাথে দেখা করবেন।’ পাকিস্তানে জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এক হাজার ২০০ জনের বেশি মানুষ মারা গেছে। চলমান বন্যার কারণে তিন কোটি ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বন্যায় ফসল নষ্ট হয়েছে এবং তার সরকার খাদ্যের ঘাটতি এড়াতে গম আমদানির কথা ভাবছে। তিনি বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো অনিচ্ছাকৃত বিলম্ব, তার দেশের জনগণের জন্য ধ্বংসাত্মক হবে।’ তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা হবে এবং সমস্ত সাহায্য অসহায়দের কাছে পৌঁছানো হবে।

এদিকে পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য তিন কোটি ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন ও সহায়তা বিষয়ক সংস্থা ইউ এস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে মানবিক সহায়তা হিসেবে তিন কোটি ডলারের তহবিল দেবে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি-এর মাধ্যমে দেশটিকে এই সহায়তা দেওয়া হবে। এর আগে ইসলামাবাদের আহ্বানে সাড়া দিয়ে রোববার পাকিস্তানে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পাঠায় তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। গত জুন থেকে বৃষ্টিপাতে পাকিস্তানের বেলুচিস্তান ও সিন্ধুসহ কয়েকটি প্রদেশ বন্যায় ভাসছে। প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিধস ঘটছে। নদীর তীব্র স্রোতে ভেসে গেছে বহু ঘরবাড়ি ও সেতু। কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত তিন কোটি ৩৩ লাখের বেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া পরিবর্তনমন্ত্রী শেরি রহমান উদ্ভূত বাস্তবতাকে একটি ‘দানবীয় বর্ষা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমান পরিস্থিতিকে ২০১০ সালের অবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে। সে বছর বন্যায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারান। পানির নিচে ডুবে যায় দেশের এক পঞ্চমাংশ এলাকা।

ভারত থেকে খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা শিথিল চায় পাকিস্তানি প্রতিষ্ঠান : পাকিস্তানে মারাত্মক বন্যায় বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের সাহাযে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। পাকিস্তানের পুরানো প্রতিদ্বন্দ্বী ভারত থেকে খাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব করেছেন একজন পাকিস্তানি মন্ত্রী। অস্বাভাবিকভাবে ভারী বর্ষা বৃষ্টির কারণে বন্যা হয়েছে যা পাকিস্তানের এক তৃতীয়াংশ পানির নিচে ডুবিয়ে দিয়েছে এবং ৩৮০ শিশুসহ ১২শ’ মানুষ মারা গেছে। জাতিসংঘ এটিকে ‘অভূতপূর্ব আবহাওয়া বিপর্যয়’ হিসাবে উল্লেখ করে সহায়তার জন্য ১৬ কোটি ডলার তহবিলের আবেদন করেছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্দশা বাড়ার সাথে সাথে পাকিস্তানে খাদ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, সরকার শাকসবজি এবং অন্যান্য খাদ্য সরবরাহের জন্য ভারতের সাথে বহুলাংশে বন্ধ সীমান্তে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে বিবেচনা করছে।

বুধবার টুইটারে একটি পোস্টে ইসমাইল বলেছেন, ‘একাধিক আন্তর্জাতিক সংস্থা স্থলসীমান্ত দিয়ে ভারত থেকে খাদ্যসামগ্রী আনার অনুমতি দিতে সরকারের কাছে যোগাযোগ করেছে।’ ‘সরকার তার জোটের অংশীদার এবং মূল স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করার পর সরবরাহ ঘাটতির অবস্থানের ভিত্তিতে আমদানির অনুমতি দেবে কিনা তা সিদ্ধান্ত নেবে।’ পারমাণবিক অস্ত্রধারী এ দুই প্রতিবেশী ১৯৪৭ সালে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করার পর থেকে তিনটি যুদ্ধ করেছে এবং তাদের সীমানা সর্বোচ্চ সুরক্ষিত এবং অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স, আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ